শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃতু্য তিন জেলার সড়কের আরও ৪ জনের মৃতু্য

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ভাই-বোন নিহত

প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পাবনায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোনের মৃতু্য হয়েছে। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া তিন জেলার সড়কে আরও ৪ জনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- পাবনা প্রতিনিধি জানান, পাবনায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোর জেলার দিনেশের স্ত্রী শম্পা রানী। তারা সম্পর্কে ভাই-বোন। পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কর্তব্যরত অবস্থায় ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. বদরুল করীম বলেন, রবিউল থানার সামনে মহাসড়কে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। এ সময় সড়ক পারাপার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের ট্রাকচালক কামাল (৫২), একই এলাকার রমজান (১৮) ও মনিরুল ইসলাম (২৬)। রংপুর প্রতিনিধি জানান, রংপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ ২ জনের মৃতু্য হয়েছে। মঙ্গলবার জেলার পীরগঞ্জের উপজেলার গোপীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ৩ জন আহত হন। নিহতরা হলেন- উপজেলার ছাতুয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুর রহমান (৫৫) ও একই উপজেলার বিছনা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেওয়া (৭৫)। জানা গেছে, ব্যাটারিচালিত চার্জারভ্যানে যাত্রী নিয়ে খালাশপীর থেকে বাড়ি ফিরছিলেন ভ্যানচালক আব্দুর রহমান। উপজেলার গোপীনাথপুর পৌঁছালে চার্জারভ্যানকে পেছন থেকে চাপা দেয় একটি থ্রি-হুইলার মাহিন্দ্রা। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুর রহমান মারা যান। এ ঘটনায় গুরুতর আহত ভ্যানের যাত্রী ফাতেমা বেওয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রটি জব্দ করেছে পুলিশ। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, নিহতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানয় সড়ক পরিবহণ আইনে একটি মামলা হয়েছে। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের (৪৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চকপাহাড় গ্রামের রবিউলস্নাহ সরদারের ছেলে। তিনি পাড়ইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনার পর নিহতের মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃতু্য হয়েছে। বুধবার সকালে হোন্ডায় চেপে সে তার বোনের বাসা নাগেশ্বরীতে যায়। সেখান থেকে ফেরার পথে আন্ধারীঝাড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ (৪৭) কামাতআঙ্গারীয়া গ্রামের আব্দুল জব্বার মুন্সির ছেলে। ভুরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) মামুন জানান, নিজ মোটরসাইকেল থেকে পড়ে তার মৃতু্য হয়েছে।