বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিজ নিজ জন্মস্থানে জাদুঘর নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ১০১তম জন্মদিন উদযাপন উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
খায়রুজ্জামান লিটন বলেন, জাতীয় চার নেতার স্মৃতিকে সংরক্ষণে প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চার নেতার জন্মস্থানে স্মৃতিস্তম্ভ ও স্মৃতিজাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শহীদ কামারুজ্জামানের সমাধিস্থলে জাদুঘর নির্মাণ করা হবে। এর মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও জাতীয় চার নেতার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
বুধবার সকালে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তবক অর্পণের পর কামারুজ্জামানের আত্মার মাগফিরত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বাবার স্মৃতি চারণ করেন মেয়র লিটন।
খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন শহীদ এএইচএম কামারুজ্জামান। বঙ্গবন্ধুর নির্দেশে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বঙ্গবন্ধুর ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন।
রাসিক মেয়র আরও বলেন, তিনি কর্মীবান্ধব নেতা ছিলেন। দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নির্দেশে তিনি প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে এএইচএম কামারুজ্জামানসহ আরও জাতীয় তিন নেতাকে হত্যা করে ঘাতকরা।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকারসহ মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিটি করপোরেশনের কাউন্সিলর-কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।