দোহার-সারিয়াকান্দি ও ফুলবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ঢাকার দোহার, বগুড়ার সারিয়াকান্দি ও দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
দোহার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দোহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ৫৭ কোটি টাকার ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভার কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার মেয়র আলমাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও জাকির হোসেন ও দোহার থানার ওসি হারুন অর-রশীদ।
এ সময় পৌর মেয়র আলমাছ উদ্দিন বাজেট বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা নাসরিন জাহান, হিসাব রক্ষক কর্মকর্তা লুৎফর রহমান, হিসাব রক্ষক আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, পৌর কাউন্সিলর ইসরাত জাহান বনানী, আলমগীর মুবিন, আব্দুস সালাম শুকুর, হুমায়ুন কবির, শওকত হোসেন, পাভেল মাহমুদ নিজাম প্রমুখ।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া সারিয়াকান্দি পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ৪৭ কোটি ৭৪ লাখ ২৯ হাজার ৩১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌর ভবনের হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মতিউর রহমান মতি। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী, বণিক সমিতির সভাপতি আহসান উলস্নাহ বাদশা, প্রধান শিক্ষক জাকিউল আলম ডুয়েল, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, কাউন্সিলর মামুনুর রশীদ, বজলুর রশিদ, মাহমুদুল হাসান মুনজু, সিতাবুল ইসলাম, মিলন প্রাং, ফজলুল করিম রাবু, রণি প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩৯ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র মাহমুদুল আলম লিটন। বুধবার পৌর মিলনায়তনে সুধী সমাবেশ ও উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন। নতুন অর্থ বছরের বাজেটে ৩৯ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকার মধ্যে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ৬ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৩৬ টাকা ও উন্নয়ন খাত থেকে আয় ৩৩ কোটি ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেট বক্তব্যে পৌর মেয়র বলেন, '২০২০ ও ২০২১ সালের করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরে বিশ্ব মন্দা সৃষ্টি হয়। সে কারণে পৌরসভার রাজস্ব আয় কমে আসে। একই সঙ্গে সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ সীমিত করা হয়। এ কারণে আশানুরূপ উন্নয়ন হয়নি। আগামী অর্থ বছরে সরকারের নতুন প্রকল্প ও অর্থ বরাদ্দ বৃদ্ধি পাবে। এতে আগামী অর্থ বছরে আশানুরূপ উন্নয়ন হবে।'