শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
গফরগাঁওয়ে নদী থেকে শিশুর লাশ উদ্ধার চার জেলায় ৪ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্বদেশ ডেস্ক
  ২৭ জুন ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে নদী থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও চার জেলায় আরও ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ শহরে নাসির (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে শহরের মন্ডলপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। তিনি হোসিয়ারি শ্রমিকের কাজ করতেন।

জানা গেছে, মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বে তাকে বাড়ি থেকে সেখানে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে দ্রম্নত তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের ২১ ঘণ্টার পর নদী থেকে শিশু শিক্ষার্থী ওমর ফারুক হোসেনের (৭) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮টায় ঘটনাস্থল থেকে প্রায় ১ কি. মি. দূরে মাস্টার বাড়ি ঘাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুক হোসেন উপজেলার সান্দিয়াইন গ্রামের অটোরিকশা চালক নাজমুল হকের ছেলে।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, নদী থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃতু্য মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গায় বিলের ভিতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার উপজেলার নুরুলস্নাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের বিলের ভেতরের কাশবন থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে গন্ধ পায়। এরপর তারা কাশবনের ভিতর লাশ দেখতে পায়। বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক অমিয় মজুমদার বলেন, ধারণা করা হচ্ছে লাশটি কোনো নারীর। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরের একটি ফ্ল্যাট থেকে মীম আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

বুধবার উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুস সামাদের বাড়ির তিন তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীম আক্তার (২২) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কেরুয়া ছোটপাড়া গ্রামের ইউসুফ আলীর মেয়ে। তিনি আল আমিনের স্ত্রী। আল আমিন স্বাদ গ্রম্নপের স্বাদ টেক্সটাইল মিলে সিনিয়র হেলপার পদে চাকরি করেন।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, 'খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্তে কাজ করছি। আশা করছি দ্রম্নত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।'

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে নিখোঁজ হওয়ার প্রায় ৪ দিন পর মাইশা আক্তার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির শৌচাগারের সেফটি ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাইশা আক্তার নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ের জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তারা হলো- জালাল শেখ (৪৮), তার স্ত্রী মাহফুজা শেখ (৩৯) এবং তাদের ছেলে বিলস্নাল শেখ (২০)। তারা সবাই উদ্ধার হওয়া শিশুর বাবা মেহেদী হাসানের বাড়ির ভাড়াটিয়া। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদীর্ যাব-১১ এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক নিশাত তাবাসসুম এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাবার সঙ্গ অভিমান করে হাবিবুর রহমান (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত যুবক উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাতকানিয়ায় গৃহবধূর

আত্মহত্যা

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী কর্তৃক এনজিও সংস্থা থেকে গৃহীত ঋণের চাপ সহ্য করতে না পেরে মেহেরুন্নিসা (৩০) নামে একজন গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মেহেরুন্নিসা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ার আরিফুল ইসলামের স্ত্রী। গত মঙ্গলবার নিজ ঘরের ছাদের বিমের সঙ্গে ওড়না টাঙিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মাহত্যা করেন তিনি।

স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরফাত উলস্নাহ বলেন, নিহতের স্বামী আরিফুল ইসলাম চট্টগ্রাম শহরের টেরিবাজারে কাপড়ের ব্যবসা করতেন। তিনি এ ব্যবসায় প্রচুর টাকা লোকসান করেন। পাওনাদারদের টাকা পরিশোধের জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। তিনি কোরবানির ঈদের নামাজ আদায় করে বাসা থেকে বেরিয়ে যান। এখানো বাসায় ফেরেননি। সে সুবাধে এনজিও কর্মীরা বাড়িতে এসে তার স্ত্রীকে ঋণ পরিশোধের জন্য চাপ দেন। অপমান সহ্য করতে না পেরে মেহেরুন্নিসা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে