শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জলাবদ্ধ কুলাউড়া হাসপাতালের রাস্তা স্বেচ্ছাশ্রমে ভাসমান সেতু তৈরি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ২৭ জুন ২০২৪, ০০:০০
মৌলভীবাজারের কুলাউড়া হাসপাতালের রাস্তা বন্যায় ডুবে যাওয়ায় স্বেচ্ছাশ্রমে তৈরি করা ভাসমান সেতু -যাযাদি

মৌলভীবাজারের কুলাউড়ায় গত ১০ দিন থেকে পস্নাবিত সরকারি হাসপাতালের একমাত্র সড়কটি। এতে হাসপাতালে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। হাঁটুপানিতে নিমজ্জিত হাসপাতাল প্রাঙ্গন ও প্রধান সড়কে রোগীদের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন শহরের তিনজন ব্যবসায়ী। তৈরি করেন একটি অস্থায়ী ভাসমান সেতু।

জানা যায়, ভয়াবহ বন্যায় কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকাসহ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েন উপজেলার লক্ষাধিক মানুষ। সেই সঙ্গে উপজেলা সরকারি হাসপাতাল প্রাঙ্গনসহ চলাচলের একমাত্র রাস্তাটিও পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা লোকজন। সাধারণত মানুষের দুর্ভোগ দেখে এগিয়ে আসেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, ব্যবসায়ী ইকবাল হোসেন সুমন এবং আব্দুল কাইয়ুম।

গত মঙ্গলবার পস্নাস্টিকের শক্ত খাঁচা বিছিয়ে তার উপর বাঁশ, কাঠ, লোহা ও রশি দিয়ে বেঁধে শুরু করেন অস্থায়ী ভাসমান সেতু তৈরির কাজ। ব্যতিক্রমী উদ্যোগ দেখে কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরাও এগিয়ে আসেন। সম্মিলিত প্রচেষ্টায় বিকেলের মধ্যেই নির্মিত হয় আড়াইশো ফুট সেতু। নির্মাণ শেষ হলে সন্ধ্যা থেকে আগত রোগীরা স্বাচ্ছন্দ্যে হাসপাতালে যাতায়াত করছেন। এর আগে ২০২২ সালের বন্যায় একইভাবে হাসপাতাল সড়কে ভাসমান সেতু তৈরি করে প্রশংসিত হয়েছিলেন তারা।

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই বলেন, বন্যার পানিতে পস্নাবিত হয়েছে হাসপাতালটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল সড়কটি তলিয়ে গেলেও সংশ্লিষ্ট কেউই এই সমস্যার সমাধানে এগিয়ে আসেননি। এছাড়া ড্রেনের ময়লা পানি মাড়িয়ে যারা চলাচল করছেন তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। হাজার হাজার মানুষের এই কষ্ট লাগবে ব্যবসায়ী সমিতির আহ্বানে এই ভাসমান সেতু স্বেচ্ছাশ্রমে তৈরি করা হচ্ছে। এতে করে কিছুটা হলেও সহজ হবে যাতায়াত ব্যবস্থা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন। হাসপাতাল আঙ্গিনা প্রধান সড়ক থেকে প্রায় দেড় ফুট নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সেতুটি খুবই ভালো এবং সময়োপযোগী উদ্যোগ। আমাদের স্বাস্থ্য কমপেস্নক্সে প্রচুর রোগী ও তাদের স্বজনদের জন্য যথেষ্ট সুবিধা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে