শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

শান্তিগঞ্জে হত্যাকান্ডে ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করে মামলা দায়ের, আটক ৪

শান্তিগঞ্জ (সুনামঞ্জ) প্রতিনিধি
  ২৬ জুন ২০২৪, ০০:০০
শান্তিগঞ্জে হত্যাকান্ডে ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করে মামলা দায়ের, আটক ৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের নোমান মাহমুদ হত্যাকান্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়াকে অভিযুক্ত করে ২৪ জনের নাম উলেস্নখ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা থানায় দায়ের করা হয়েছে।

সোমবার রাতে নিহত নোমান মাহমুদের নাতি সিচনী গ্রামের আব্দুল হামিদের ছেলে আজিজুর রহমান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।

ওই মামলায় প্রথম আসামি হলেন দরগাপাশা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়া ও দ্বিতীয় আসামি হলেন উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা। এ ঘটনায় শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছেন। তারা হলেন- সিচনী গ্রামের আনোয়ার মিয়ার ছেলে মঞ্জু মিয়া (২৮), একই গ্রামের মৃত জুবেদ মিয়ার ছেলে আবিদ মিয়া (৪৭), আমির আলী (৪৫) ও আবিদ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (২৪)।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন জানান, মামলার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে। পলাতক আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে