শার্শায় এক খাল খননে হাসি ফুটেছে হাজারও কৃষকের

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০

শার্শা (যশোর) প্রতিনিধি
কৃষকদের চাষের জমিতে সহজেই পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের শার্শায় দুটি খাল খনন কার্যক্রম সম্পন্ন করেছে এলজিইডি। এলজিইডি নিজস্ব অর্থায়নে খাল দুটি দৃশ্যমান হওয়ায় হাসি ফুটেছে এই এলাকার হাজার হাজার কৃষকের মুখে। খাল খনন প্রকল্পের কাজ বাস্তবায়ন হওয়ায় খাল পাড়ের এসব জমি থেকে আগামীতে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তারা। সরেজমিন দেখা যায়, যশোরের শার্শা উপজেলার কন্যাদহ ব্রিজ থেকে মাকড়াবিল পর্যন্ত এবং বসতপুর বিলের মাঝ থেকে তিন কিলোমিটারের দুটি খাল খনন করা হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, অতীতে খাল পাড়ের এসব শত শত বিঘা জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসা খুবই কষ্ট সাধ্য ছিল। তিন ফসলের চারা রোপণের পর পরিচর্যার জন্য দিনের পর দিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতো। পানির জন্য এখন থেকে আর সেই অপেক্ষা করতে হবে না। উপজেলা এলজিইডি বিভাগের শীর্ষ অফিসার এমএম মামুন হাসান বলেন, দীর্ঘদিন ধরে খাল দুটি নির্জীব অবস্থায় ছিল। এখন চাষিদের আর পানির অভাবে থাকতে হবে না।