আরও ২ জেলায় সড়কে দুই মৃতু্য

পটিয়ায় ট্রাক-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণহানি

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃতু্য হয়েছে। এদিকে, জয়পুরহাটে বাসের ধাক্কায় বৃদ্ধ ও চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে কাপড় ব্যবসায়ী নিহত হয়। আঞ্চলিক বু্যরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কে গভীর রাতে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। গত সোমবার দিনগত রাত ২টার দিকে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের ভেলস্নাপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ মার্দশা গ্রামের ওমর ফারুকের ছেলে সুফি আলম (২৮) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ফিরোজ মিয়ার ছেলে নুরুজ্জামান (১৯)। পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই মহাসড়কে সাতকানিয়া থেকে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি টেম্পো ভেলস্নাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় সুফি আলম ও নুরুজ্জামানকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক জানান, এ ব্যাপারে সড়ক পরিবহণ আইনে থানায় মামলা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট সদর উপজেলার হিচমি-পুরনাপৈল বাইপাস সড়কের বামনপুর চারমাথা এলাকায় বাসের সঙ্গে ধাক্কা খেয়ে হাবিবুর রহমান (৭৮) নামের একজন কৃষক নিহত হয়েছেন। নিহত হাবিবুর বামনপুর চারমাথা দত্তপাড়া এলাকার বাসিন্দা। জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকালে হিচমি-পুরনাপৈল বাইপাস সড়কের বামনপুর চারমাথা এলাকায় হাবিবুর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হিলি থেকে ঢাকাগামী একটি দ্রম্নতগামী সিস্নপার বাসের সঙ্গে ধাক্কা লেগে পথচারী হাবিবুর নিহত হন। বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে জাহাঙ্গীর আলম তালুকদার (৫২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার বিকালে চাঁদপুর-কুমিলস্না আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির মৌতাবাড়ি এলকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ তালুকদার বাড়ির মৃত ফজলুল হকের ছেলে জাহাঙ্গীর আলম তালুকদার প্রতিদিনের ন্যায় সোমবার কর্মস্থল শোরসাক বাজারে কাপড়ের দোকানে যান। দুপুরে খালার অসুস্থতার খবর পেয়ে শোরসাক হতে উয়ারুক মেডিল্যাব হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় আসেন। এরপর চাঁদপুর-কুমিলস্না আঞ্চলিক মহাসড়কের উপজেলার মৌতাবাড়ি এলাকায় পৌঁছলে অটোরিকশাটি উল্টে যায়। এতে জাহাঙ্গীর অটোরিকশা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।