রংপুরে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খালুর হাতে খুন হন ইজিবাইক চালক রকি

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরে খালুর হাতে খুন হন ভাগিনা ব্যাটারিচালিত ইজিবাইক চালক মোহাম্মদ আলী রকি (১৭)। মৃতু্য নিশ্চিত করতে পুরো শরীরে অ্যাসিড ঢেলে দেওয়ার আদেশ দেন খালু। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে মিঠাপুকুর থেকে গ্রেপ্তার করে রংপুরর্ যাব-১৩। গ্রেপ্তাররা হলেন- উপজেলার কাফ্রিকাল ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মোক্তার হোসেন (৩৯), মোকছেদুল ইসলামের ছেলে রেদোয়ান মিয়া (২১) ও একই উপজেলার আশরাফপুরের কেরামত আলীর ছেলে ইসলাম মিয়া (২৪)। তাদের মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হলে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। র্ যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সালমান নূর আলম জানান, মিঠাপুকুরের আলীপুর থেকে সন্দেহভাজন অটোবাইক চালক রেদোয়ান মিয়াকে প্রথমে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিনই আলীপুর থেকে ইসলাম মিয়া ও ২৪ জুন মামলার বাদী মোক্তার হোসেনকে পায়রাবন্দ এলাকা থেকে আটক করের্ যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। মোক্তার হোসেনের পূর্বপরিকল্পনা অনুযায়ী রেদোয়ান মিয়া ভাড়ার কথা বলে ইজিবাইক চালক রকিকে রংপুর সদরের সদ্যপুস্করণী ইউনিয়নের কাটাবাড়ি জমিদারপাড়া বিলের মরিচ ক্ষেতের পাশে যায়। সেখানে মোক্তার হোসেন তার ভাগিনা মোহাম্মদ আলীর মাথায় রড দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সে সময় মোক্তারের নির্দেশে মোহাম্মদ আলীর মৃতু্য নিশ্চিত করতে তার গোপনাঙ্গসহ পুরো শরীরে অ্যাসিড ঢেলে দেয় রেদোয়ান মিয়া। পরে মরদেহ সেখানে ফেলে রেখে ইজিবাইকের চারটি ব্যাটারি খুলে নিয়ে যান তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ জুন রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়া কাটাবাড়ি জমিদারপাড়া বিলে আকমল হোসেনের মরিচ খেতে ইজিবাইক চালক মোহাম্মদ আলী রকির (১৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের খালু মোক্তার হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা করেন।