ভেড়ামারায় সাপের কামড়ে গৃহবধূর মৃতু্য
প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃতু্যর সংবাদ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সোমবার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূ নাম আরজিনা খাতুন (৩৮) একই এলাকার সিদ্দিক মন্ডলের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা গ্রামের সিদ্দিক মন্ডলের স্ত্রী আরজিনা খাতুন সোমবার সকালে বাথরুমে যাওয়ার সময় বিষাক্ত সাপটি তাকে কামড় দেয়। প্রায় ৩০ মিনিটের অধিক সময় পর শরীরে যন্ত্রণা শুরু হলে অবস্থা বেগতিক হলে দ্রম্নত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরজিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, সাপে কাটার 'এন্টি স্নেক ভেনম' ইনজেকশন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পর্যাপ্ত আছে। সাপে কামড় দিলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাপে কামড় দিলে রোগীকে দ্রম্নত হাসপাতালে নিয়ে আসুন। সাপে কাটা রোগীকে কোনো ওঝা বা কাটা-ছেঁড়া না করে হাসপাতালে নিয়ে আসুন। সাপের কামড়ে আরজিনা খাতুন নামের একজনের মৃতু্য হয়েছে।