শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

শালিখায় ফটকী নদীতে লোনা পানি আতঙ্কে চাষিরা

শালিখা (মাগুরা) প্রতিনিধি
  ২৬ জুন ২০২৪, ০০:০০
শালিখায় ফটকী নদীতে লোনা পানি আতঙ্কে চাষিরা

মাগুরা জেলার সদর ও শালিখা উপজেলার সীমান্তবাহী ফটকী নদীতে সাধারণত স্বাদু পানির প্রবাহ বিদ্যমান। তবে গত প্রায় এক যুগ আগে থেকে নদীটির ভাটি এলাকা তথা চিত্রার সংযোগস্থল থেকে লোনা পানির প্রবাহ বইতে দেখা যায়।

তবে গত বছর থেকে সেই কিছু এলাকায় সীমাবদ্ধ থাকা প্রবাহটি দ্রম্নতগতিতে ধেয়ে আসতে শুরু করেছে উজানের দিকে। মোট ৪৯ কিলোমিটার দৈর্ঘ্য নদীটির প্রায় ২২ কিলোমিটার পর্যন্ত উজান বাঁকে উঠে গেছে এই লোনা পানি। ফলে নদীতে জমে থাকা সব কচুরিপানা মরতে শুরু করেছে। তা দেখে নদীর পাড়ের চাষিরা খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের ফসলাদি নিয়ে। কারণ এসব এলাকায় বিএডিসি প্রদত্ত সেচ পাম্প দ্বারা নদীর পানি দিয়েই মাঠে চাষের কাজ করেন স্থানীয় চাষিরা। তাই এই লোনা পানির প্রভাবে ফসলের কতটা ক্ষতি হবে, এ নিয়েই মূলত চাষিদের আশঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে