ফকিরহাটে পারিবারিক পুষ্টি বাগানের জন্য কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আশ্রয়ণসহ ২৬২ জন কৃষককে কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান। পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। এ সময় বিভিন্ন কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, এদিন আশ্রয়ণসহ ২৬২ জন কৃষক কৃষানিকে ২১ প্রকার সবজি বীজ, ৬ প্রকার ফলের চারা, নেট, ঝাঝরি, সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জায়গা কোথাও পতিত থাকবে না। সেই লক্ষ্যে বাড়ির আঙ্গিনাসহ আশপাশের পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করার লক্ষ্যে কৃষকদের এসব উপকরণ বিতরণ করা হয়েছে।'