চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস ভৈরব পাড়ায় তার ও বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করা ঘটনা ঘটেছে। এতে ১২ দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে ১০টি পরিবার।
এ নিয়ে নাটুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের আনছার আলী ও তার ছেলেরা ১২ দিন ধরে যাতায়াতের রাস্তাটি তার ও বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক বন্ধ রেখেছেন। এতে কেউ ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। রাস্তাটি দিয়ে ১০টি পরিবারের সদস্যরা চলাফেরা করেন। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে পারছে না। মাঠের যাবতীয় ফসল ঘরে তুলতে পাছে না ও গরু-ছাগল বাড়িতে বন্দি হয়ে আছে।
এ বিষয়ে নাটুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, 'গতকাল ভুক্তভোগী পরিবারের লোকজন এসে লিখিত অভিযোগ দিয়েছে। রাস্তা বন্ধ করা ঠিক হয়নি। আমি ও আমার ওই গ্রামের স্থানীয় ইউপি সদস্য মিলে বসে যদি সমধান করার চেষ্টা করব।'