সালথায় বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ থেকে লাকসাম রেলপথ চালুর দাবি

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নারায়ণগঞ্জ হতে লাকসাম রেলপথ চালুর দাবিতে মানববন্ধন -যাযাদি
নারায়ণগঞ্জ থেকে লাকসাম পর্যন্ত রেলপথ চালুর দাবি এবং ফরিদপুরের সালথায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বু্যরো জানিয়েছে, চট্টগ্রামে রেলের রেয়াত পুনর্বহাল ও নারায়ণগঞ্জ হতে লাকসাম পর্যন্ত রেলপথ চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রেল-নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই দিনে পাহাড়তলী ও সীতাকুন্ড স্টেশনেও মানববন্ধন করে সংগঠনটির নেতারা। মানববন্ধনে রাষ্ট্র সংস্কার আন্দোলনে চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক আব্দুলস্নাহ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রেল-নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির নির্বাহী পরিষদের সাবেক সভাপতি নাহিদ হাসান। এ সময় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক হাসান মারুফ রুমি, গণতন্ত্র মঞ্চের বিভাগীয় সমন্বয়ক ডা. জবিউল হোসেন ও রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য নফিউল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ মে থেকে রেলে দূরত্বভিত্তিক রেয়াত বাতিল কার্যকর করা হয়েছে। রেয়াতি ব্যবস্থার কারণে দূরপালস্নার ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহণে ছাড় পেয়ে থাকতেন যাত্রীরা। কিন্তু দূরত্বভিত্তিক রেয়াতের নতুন নিয়মে ১০০ কিলোমিটারের মধ্যে কোনো ছাড়ের সুবিধা নেই। তবে ১০১ থেকে ২৫০ কিলোমিটার দূরত্বের ভ্রমণে ভাড়ার ওপর রেয়াতের হার ছিল ২০ থেকে ৩০ শতাংশ। সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় সব কার্য সহকারীদের বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ নাশনাল সার্ভিস পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন শফিকুল ইসলাম, মাহবুব হোসেন মোল্যা, যুগ্ম সম্পাদক নাজমুল মাতুব্বর, সাহেবুজ্জামান মিয়া অব্র, সাংগঠনিক সম্পাদক রাজু কুমার দাস, দপ্তর সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক শাহআলম হোসেন রাজিবসহ বেকার কয়েকশ' যুবক-যুবতী। এ সময় বক্তারা বলেন, 'বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসে সালথার অবহেলিত ৫০০ জন বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বর্তমানে প্রকল্পের মেয়াদ শেষে ৫০০ জন বেকারের সংসার চালাতে কষ্ট হচ্ছে। ৫০০টি পরিবারের কথা চিন্তা করে আমাদের চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি করে আমাদের বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি চাই।