আরও দুই জেলায় অভিযান

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১৮টি যানবাহনকে জরিমানা, ৭ গাড়ি জব্দ

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামে অবৈধ গাড়ি চলাচলে জরিমানা ও গাড়ি জব্দ করা হয়েছে। বগুড়ার ধুনটে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ভূমিদসু্যকে তিন মাসের সশ্রম কাদন্ড দেওয়া হয়েছে। এদিকে, শেরপুরে উপজেলা প্রশাসনের অভিযানে কয়েক লাখ টাকা মূল্যের অবৈধ বালু জব্দ করা হয়। আঞ্চলিক বু্যরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ গাড়ি চলাচলে জরিমানা ও গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় মহাসড়কে চলাচলরত ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা ও ৭টি গাড়িকে ডাম্পিং করেছেন বিআরটি'র ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। অভিযানের ব্যাপারে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, 'ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালনাসহ নানা অপরাধে ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট) দীর্ঘদিন হালনাগাদ না থাকায় একটি বাস, একটি অ্যাম্বুলেন্স এবং রেজিস্ট্রেশনবিহীন পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ডাম্পিং করা হয়েছে।' অভিযানে অংশ নেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন। ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ভূমিদসু্যকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত সোমবার বিকালে চাপড়া গ্রামের ফসলি জমিতে খননযন্ত্র দিয়ে মাটি বিক্রিকালে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন- জোড়শিমুল গ্রামের সোহরাব আলীর ছেলে ইউসুফ আলী (৪৫)। জানা গেছে, ইউসুফ চিকাশী ইউনিয়নের চাপড়া গ্রামের ফসলি জমিতে খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রি করেছিলেন। এ বিষয়ে স্থানীয় কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইউসুফ আলীকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, ভ্রাম্যমাণ আদালতে সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওই আসামিকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের অমৃতা-ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদের পুকুরে ড্রেজার বসিয়ে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় শ্রীবরদী উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ২০ লাখ টাকার বালু জব্দ করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি অবৈধভাবে উত্তোলিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের বালু ও দুটি ড্রেজার মেশিন জব্দ করেন। এসব স্থানীয় গড়জরিপা ইউপি চেয়ারম্যান এম এ জলিলের জিম্মায় রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গড়জরিপা ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার-রেজোয়ান আহাম্মেদ ও সচিব এমারুল জাহিদসহ পুলিশ।