কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কটি দেশের উত্তর ও পশ্চিম অংশের সঙ্গে এবং উত্তর পূর্বাংশের তিন বিভাগের প্রায় ১৭ থেকে ১৮টি জেলার সড়ক পথের যোগাযোগ এবং ব্যবসায়িক পণ্য পরিবহণের একমাত্র সংযোগ সড়ক। এই গুরুত্বপূর্ণ সড়কের কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ৫৫ কিলোমিটারের মধ্যে ২০ কিলোমিটার-জুড়ে এখন বেহাল অবস্থা। ২০১৯ সালের শেষদিকে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ ৫৬ কিলোমিটার সড়কের সংস্কার করে। কিন্তু ছয় মাসের মধ্যেই রাস্তাটির অধিকাংশ অংশ নষ্ট হয়ে যায়। কোথাও আবার ফেটে দেবে গেছে। আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
জানা যায়, তেলবাহী লরি মনোহারি ট্রাকসহ প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। ২০২০ সালের মাঝামাঝি থেকে সাড়ে তিন বছর আগে রাস্তাটি যান চলাচলের অনুপোযুক্ত হয়ে পরে। তারপরেও ঝুঁকি নিয়ে কয়েকটি যানবাহন ও মানুষ চলাচল করে আসছে। ফলে এই ঝুঁকিপূর্ণ রাস্তায় প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। অনেকের প্রাণহানি ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ও যাত্রীরা জানান, নিম্নমানের কাজ এবং সওজের উদাসীনতার কারণে রাস্তার এমন বেহাল দশা হয়েছে।