বিএসএমআরএমইউ'তে সেমিনার
প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
মেরিটাইম সংশ্লিষ্ট বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিএসএমআরএমইউ)-এর ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাসে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' শীর্ষক সেমিনার এবং "সিটিজেন্স চার্টার" বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা। সেমিনারে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইনোভেশন ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাস। 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় ও মেরিটাইম সেক্টরের ভূমিকা' বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চীফ ই-গভর্ন্যান্স স্পেশালিস্ট, এজেন্সি টু ইনোভেট (ধ২র) ডক্টর ফরহাদ জাহিদ শেখ।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক ইনোভেশন শোকেসিংয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমিসমূহ ও মেরিন ফিশারিজ একাডেমির প্রতিবিধিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর