সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০

প্রতিনিধি
মতবিনিময় সভা ম পঞ্চগড় প্রতিনিধি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী কৃষকদল। সোমবার পঞ্চগড় কমিউনিটি সেন্টারে জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পলস্নী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। প্রশিক্ষণ সমাপনী ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রচলন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী আইএইচটি শিক্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান। এ সময় ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা শেখর চন্দ্র সাহা, সহকারী পরিদর্শক ফয়সাল হোসেন দীপ, প্রদীপ কুমার বাহাদুর, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল। বীজ ও সার বিতরণ ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে রোপা আমন ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্‌ তমাল। এ সময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়। দোয়া মাহফিল ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখা'র আয়োজনে মান্দা ফেরিঘাট দলীয় কার্যালয়ে মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি'র আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এমএ মতিন, মান্দা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একেএম নাজমুল হক (নাজু)। ফুলেল শুভেচ্ছা ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমকে ঘোড়াঘাট সরকারি কলেজ ও উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানোকালে ছিলেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএ মনিরুল ইসলাম, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মতিন। সভা অনুষ্ঠিত ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখা উপজেলার বিআরডিবি'র আয়োজনে পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের আওতায় ভাটোয়াইল সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি ৩য় পর্যায় শীর্ষক কর্মসূচির মাসিক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। বিআরডিবি'র হলরুমে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল হক, সহকারী প্রকল্প পরিচালক ও ইউআরডিও দেবাশীষ কুমার দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূরুল ইসলাম। আলোচনা সভা ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের মুক্তাগাছায় ধর্মীয় নেতাদের অংশগ্রহণে মা ও নবজাতকের যত্নবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডভিশনের সিনিয়র এরিয়া ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো. শাহজাহান সিরাজ। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে ওয়ার্ল্ডভিশনের টিপি ম্যানেজার ডা. জয়ন্ত কুমার নাথ, মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বাস্থ্যসেবা বিভাগের সহযোগিতায় সদর উপজেলা অডিটরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, সদর থানার (ওসি) শাহিন উদ্দিন, কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম. রায়হান। আলোচনা সভা ম চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া আওয়ামী লীগের পস্নাটিনাম জয়ন্তী পালিত হয়েছে। রোববার চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরের চিরিঙ্গার থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপেস্নক্সের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। এ সময় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ আলম, এম আর চৌধুরী, জামাল উদ্দিন জয়নাল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। আর্থিক সহায়তা ম নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি নানিয়ারচর জোন (১০ বীর) 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় জোনের আওতাধীন নানিয়ারচর হাসপাতাল এলাকার গরিব ও অসহায় শারীরিক প্রতিবন্ধী মো. জমির আলমের মেয়ে কলেজ ভর্তি ফি, ড্রেস এবং আনুষঙ্গিক শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় জোন অধিনায়ক বিএ-৭৫৯৭ লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি) তিনি নিজেই অসহায় শারীরিক প্রতিবন্ধী মো. জমির আলমের মেয়ের জন?্য আর্থিক সহায়তা প্রদান করেন। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকান্ডে স্থানীয় সব স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করে আসছে। প্রমুগ্ধ প্রকাশনা উৎসব ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম ফটিকছড়িতে শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী অর্পণ সংকলিত এবং সুমন কুমার বনিক ও চন্দন নাথ কর্তৃক প্রকাশিত গীতা দর্পণ ও জ্যোতি দর্পণ গ্রন্থদ্বয়ের ২য় সংস্করণের প্রকাশনা উৎসব। শুক্রবার বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম আন্দরকিলস্নাস্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রমুগ্ধ প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শ্রী শুভাশীষ চৌধুরী। অধ্যাপক সুব্রত কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। মতবিনিময় সভা ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেস ক্লাবে কর্মরত সব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শের আলম মিয়া। রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান, সদস্য সচিব শরীফ উদ্দিন, দৈনিক প্রভাত প্রতিনিধি আবেদুর আর শাহীন, আমাদের সময় প্রতিনিধি মো. আলমগীর মিয়া। এছাড়াও ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম। মাসিক সভা ম শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেখ আফিল উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা। প্রথম সভা অনুষ্ঠিত ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুপচাঁচিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপস্নবের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির পরিচালনায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার। কর্মসম্পাদন চুক্তি ম গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২৪-২৫) সই হয়েছে। রোববার ইউজিসি ভবনে এই কর্মসম্পাদন চুক্তি সই হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন রেজিস্ট্রার মোলস্না মাহফুজ আল হোসেন। আর ইউজিসির পক্ষে সই করেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। আনন্দ মিছিল ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী এলাকার কৃতী সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নে আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার স্থানীয় ব্যবসায়ী বায়েজিদ ট্রেডার্সের মালিক সোহেল রানার আয়োজনে উপজেলার চরমধুয়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে চন্দ্রকোনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজলক্ষ্ণী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে চন্দ্রকোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, ইরাদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। সমাবেশ অনুষ্ঠিত ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনের নির্দেশে রোববার বিকাল ৫টার দিকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশালর্ যালির নেতৃত্ব দেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল হক কাজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া।র্ যালি শেষে মুক্তিযোদ্ধা চত্ব্বরে সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া। প্রতিষ্ঠাবার্ষিকী পালন ম হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং'র সভাপতিত্বে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পাশাপাশি দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ছিলেন হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, মোর্শেদ আনোয়ার খোকন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ সুরুজ মিঞা, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য কাঞ্চন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপস্নব। শ্রেষ্ঠ এসিল্যান্ড ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ভূমি সেবা সপ্তাহ-২০২৪ কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। কুষ্টিয়া জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে সোমবার রাজস্ব কমিটির সভায় স্মার্ট ভূমি সেবা এই স্স্নোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার শ্রেষ্ঠ কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এসময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার। আলোচনা সভা ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় বাংলাদেশের আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. রশিদ সরকারের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ইন্দ্রজিত কুমার ধর সুভাষ, মহিদুল ইসলাম, আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল।