নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংগুয়ার বিলে অভিযান পরিচালনা করে চায়না দুয়ারি জাল ১১টি, অবৈধ কারেন্ট জাল পাঁচ হাজার মিটার জব্দ ও একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার বিকালে এই অভিযান পরিচালনা করেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ। সিংগুয়ার বিলে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বারহাট্টা পুলিশসহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও সংবাদকর্মীরা। পরে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের সামনে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শামীমা আফরোজ মারলিজ জানান, সিংগুয়ার বিলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধের নিমিত্তে এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।