তিন জেলায় সড়কে শিশুসহ ৩ জনের মৃতু্য

প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক শিশু নিহত হয়েছেন। এছাড়াও চাঁদপুর-কুমিলস্না আঞ্চলিক সড়কে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- পাবনা প্রতিনিধি জানান, পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মো. জিম (১০) নামের এক শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। এ ঘটনায় ড্রাম ট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বটতলার খাঁ পাড়ার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত জিম পাবনা পৌরসভার বাদুরপুর এলাকার মো. ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, 'ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ড্রাম ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।' চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-কুমিলস্না আঞ্চলিক সড়কে সিএনজিচালতি অটোরিকশা উল্টে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার সদর দক্ষিণে মাইক্রোবাসের চাপায় মো. মোস্তফা কামার (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। পথচারী মোস্তফা পেশায় সিএনজি চালক এবং জেলার চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ফেলে মাইক্রোবাস চালক পালিয়ে যায়। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুয়াগাজী ট্রাফিক চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল বাহার বলেন, দুর্ঘটনার খবরটি সাংবাদিকের মাধ্যমে জেনেছি। আমি ফোর্স পাঠাচ্ছি।