পাঁচ জেলায় শিশুসহ ৬ অপমৃতু্য
প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
পাঁচ জেলায় বজ্রপাত, আত্মহত্যা ও পানিতে ডুবেসহ নানা ঘটনায় শিশুসহ ছয়জনের মৃতু্য হয়েছে। পঞ্চগড়, বাগেরহাটের রামপাল ও ফকিরহাট, নেত্রকোনার বারহাট্টা, কুষ্টিয়ার কুমারখালী এবং চট্টগ্রামের চন্দনাইশে এসব অপমৃতু্যর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে বজ্রপাতে শল্য বালা (৫০) নামে এক নারীর মৃতু্য হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শল্য বালা ওই এলাকার জগেশ চন্দ্র রায়ের স্ত্রী। পরিবারের বরাত দিয়ে হাড়িভাসা ইউনিয়নের ইউপি সদস্য ইব্রাহিম খলিল জানান, সোমবার সকালের দিকে শল্য বালা বাড়ি সংলগ্ন টিউবওয়েলে গোসল করছিলেন। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপাল উপজেলা পলস্নীতে একটি মাছের ঘের থেকে বেলস্নাল লস্কর (৪৫) নামের একজন কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলস্নাল উপজেলার বুঝবুনিয়া গ্রামের ইনসান আলী লস্করের ছেলে। সোমবার সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতালে বেলস্নালের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। উপজেলার খয়রামারী বিলে জনৈক এমএ শোউদ লস্করের মাছের ঘের থেকে গত রোববার দুপুরে বেলস্নালের মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, বেলস্নাল লস্কর ওই বিলে একটি মাছের ঘের করেন। রোববার সকালে মাছ ধরতে ঘেরে যান। এরপর ফিরে না আসায় তার স্ত্রী ও ছেলে ঘেরে খুঁজতে যান। এ সময় ঘেরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। পরে লোকজন এসে থানায় খবর দেয়।
রামপাল থানার ওসি সোমেন দাশ বলেন, কিভাবে বেলস্নালের মৃতু্য হয়েছে তা নিশ্চিত করা যায়নি। পরিবার বলছে, বেলস্নাল লস্কর নানা রোগে আক্রান্ত ছিলেন। তবে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় একটি অপমৃতু্য মামলা রেকর্ড করা হয়েছে।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা পালপাড়া এলাকা থেকে কার্তিক পাল (৭২) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কার্তিক পাল মানসা পালপাড়া এলাকার মৃত কেনারাম পালের ছেলে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, সকাল ১০টায় স্থানীয়রা মানসা পালপাড়া এলাকায় কার্তিককে বাড়ির পাশে একটি আমগাছের ডালের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানসা স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় পানিতে ডুবে আবু হুরায়রা নামে ১৮ মাস বয়সি এক শিশুর মৃতু্য হয়েছে। সোমবার সকালে উপজেলার আসমা ইউনিয়নের মনাষ গ্রামে এ ঘটনা ঘটে। আবু হুরায়রা মনাষ গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে।
জানা যায়, আবু হুরায়রার বাবা-মা সাংসারিক অন্য কাজে ব্যস্ত ছিলেন। আবু হুরায়রাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে সন্দেহ হলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার কুমারখালীর অগ্রণী ব্যাংকের উপজেলা শাখার অফিস সহায়ক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার সন্ধ্যায় শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহতের পরিবারের দাবি ইতিপূর্বে আরও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই ব্যক্তি তেবাড়িয়া ঝাউতলা গ্রামের আজাহার উদ্দিন মিয়ার ছেলে আফজাল হোসেন বাবু (৬০)। তিনি অগ্রণী ব্যাংকের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
নিহতের স্ত্রী নুরুন্নাহার জানান, সন্ধ্যায় সবার অজান্তে তার স্বামী বাবু শোবার ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগান। তার স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান তিনি।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ সাঙ্গু নদী থেকে মীনা তালুকদার (৬৫) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সোনা মেম্বার বাড়ির সুকেন্দ্র তালুকদারের স্ত্রী।
সোমবার দুপুরে দোহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত মহিলার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ মাসুমকে জানান। আজিজ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই বৃদ্ধার কোমরে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া নাম্বারে কল দিলে তার পুত্রবধূ তাপসী তালুকদার জানান, গত রোববার রাতে তার শাশুড়ির সঙ্গে কথা হয়েছে। সোমবার সকালে তিনি ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে ভোর সাড়ে ৫টা থেকে নিখোঁজ ছিলেন।