মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

কুলাউড়ায় আশ্রয়কেন্দ্রে ফ্রি'তে চিকিৎসা ও ওষুধ দিচ্ছেন নুরুল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ২৫ জুন ২০২৪, ০০:০০
কুলাউড়ায় আশ্রয়কেন্দ্রে ফ্রি'তে চিকিৎসা ও ওষুধ দিচ্ছেন নুরুল

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঘুরে ঘুরে অসুস্থ লোকজনকে প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করছেন পলস্নী চিকিৎসক নুরুল ইসলাম নুর। গত পাঁচ দিন থেকে আশ্রয়কেন্দ্রে ওঠা লোকজনকে ফ্রি-তে এই সেবা দিয়ে যাচ্ছেন তিনি। আশ্রয়কেন্দ্র ছাড়াও নিজ এলাকায় পানিবন্দি হতদরিদ্র লোকজনকে একইভাবে সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

জানা যায়, কুলাউড়ায় ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের লোকজন। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে এসে আশ্রয় নিয়েছেন বন্যা আশ্রয়কেন্দ্রে। এখানে অনেক শিশু ও বৃদ্ধরা অসুস্থ (জ্বর-সর্দি) হয়ে পড়েন। আর এই অসুস্থতার খবর পেলেই আশ্রয়কেন্দ্রে ছুটে যান স্থানীয় বিজয়া বাজারের মেসার্স মা ফার্মেসির স্বত্বাধিকারী পলস্নী চিকিৎসক নুরুল ইসলাম নুর।

এছাড়াও তিনি প্রতিদিন একবার হলেও জয়চন্ডী ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এ বিষয়ে জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল এলাকার বাসিন্দা নুরুল ইসলাম নুর বলেন, তিনি একজন সামান্য পলস্নী চিকিৎসক। স্থানীয় বিজয়াবাজারে ফার্মেসি ব্যবসা করেন। ভয়াবহ বন্যায় আশ্রয়কেন্দ্রে ওঠা লোকজনের খোঁজখবর নেন নিয়মিত। জ্বর, প্রেসার এবং ডায়াবেটিস চেক করেন তাদের। প্রয়োজনীয় ওষুধও প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে