মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আইনের ধারণা না থাকলে পরিষদ পরিচালনায় পূর্ণতা আসবে না -মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ২৫ জুন ২০২৪, ০০:০০
গাজীপুরের কালিয়াকৈরে নবনির্বাচিত উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক -যাযাদি

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, 'উপজেলা পরিষদের যারা নবনির্বাচিত হয়েছেন, তারা কীভাবে পরিষদ চালাবেন? সেই আইনের প্রতি যদি তাদের ধারণা না থাকে, তাহেল পরিষদ পরিচালনায় পূর্ণতা আসবে না। এ ছাড়াও আইন যা বলে যদি সেই মতে কাজ করেন, সে ক্ষেত্রে সরকার যদি বিরূপও থাকে, তাহলে সরকার কোনো কিছু করতে পারবে না।'

তিনি সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে নবনির্বাচিত উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ। উপজেলা সমাজসেবা কর্মকতা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন- কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ওসি অপারেশন জোয়ায়ের আহম্মেদ প্রমুখ।

মন্ত্রী এ সময় আরও বলেন, 'আমি ৩৫ বছর ধরে ইউপি চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সে সুবাধে স্থানীয় সরকারের সঙ্গে আমার একটি গভীর সম্পর্ক। আইনগত যেভাবে ইউনিয়ন পরিষদ চালানোর কথা, সেভাবে স্থানীয় চেয়ারম্যানরা পরিষদ পরিচালনা করেন না। পাঁচ বছর পরপর ইউনিয়ন পরিষদের ট্যাক্স নির্ধারণ করতে হয়। আমাদের সময় ৭৫ ভাগ ট্যাক্স আদায় করার নিয়ম ছিল। কোনো ইউনিয়ন পরিষদ যদি ৭৫ ভাগ ট্যাক্স আদায় করতে না পারে, নিয়ম অনুযায়ী সে ইউনিয়ন পরিষদ বাতিল হবে। ট্যাক্স প্রদানকারীর সঙ্গে স্থানীয় পরিষদের সদস্যদের সুসম্পর্ক রাখতে হবে। তাহলে মানুষ ট্যাক্স প্রদানে উৎসাহিত হবে।'

মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের যে আইন আছে, সেই আইন যদি আপনারা প্রয়োগ না করেন, তাহলে জনগণের সেবা নিশ্চিত করতে পারবেন না। কেউ যদি ট্যাক্স পরিশোধ না করে, তাহলে সে পরিমাণ তার সম্পদ ইউপি চেয়ারম্যান ক্রোক করতে পারবেন। এ ছাড়া কাজীদের কাছ থেকে ট্যাক্স আদায়ের ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ প্রদান করেন।

এ সময় কমিউনিটি সেন্টার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত সেবা প্রদান হয় কিনা? সে দিকে খোঁজ-খবর রাখার জন্য স্থানীয় পরিষদের প্রতি আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে