রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

১২ ঘণ্টার মধ্যে রাউজান পৌরসভার কোরবানির বর্জ্য অপসারণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২২ জুন ২০২৪, ০০:০০
১২ ঘণ্টার মধ্যে রাউজান পৌরসভার কোরবানির বর্জ্য অপসারণ

রাউজান পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে কোরবানি ঈদে দেওয়া পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে। গত সোমবার বিকালে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী মেয়র জমির উদ্দিন পারভেজকে সঙ্গে নিয়ে বর্জ্য অপসারণ ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্যের দুই পুত্র ফারাজ করিম চৌধুরী, ফারহান করিম চৌধুরী, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, জসিম উদ্দিন খান প্রমুখ।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকার কোরবানিদাতারা সংসদ সদস্য ও মেয়রের নির্দেশনা অনুসরণ করে জবাই করা পশুর মাংস কেটে নিয়ে সৃষ্ট বর্জ্য নির্দিষ্টস্থানে জমা করে রাখেন। পরে ফোন করে পৌরসভার কন্ট্রোলরুমে জানালে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রম্নত গাড়ি নিয়ে এসে ১২ ঘণ্টার মধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে বর্জ্য তুলে নিয়ে যায়। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, আগেই কোরবানির বর্জ্য অপসারণ ও সংরক্ষণ নিয়ে পৌরবাসীকে অনুরোধ জানানো হয়েছিল। এ নিয়ে কঠোর নির্দেশনা ছিল সংসদ সদস্যের পক্ষ থেকে। পৌরবাসী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে