রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

মাকে হত্যার অভিযোগে সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ২২ জুন ২০২৪, ০০:০০
মাকে হত্যার অভিযোগে সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

কুমিলস্নার তিতাসে মাকে হত্যার অভিযোগে সন্তানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন বাবা। শুক্রবার নিজের বড় সন্তান ও সন্তানের স্ত্রীর বিরুদ্ধে মামলাটি করেন উপজেলার সাতানী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মো. শান্তি মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শান্তি মিয়ার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। এদের মধ্যে বড় ছেলে নবীর হোসেন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। ছোট ছেলে বাবুল হোসেন বাহরাইন প্রবাসী আর তিন মেয়ে আশেপাশের এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করছেন। শান্তি মিয়া ও তার স্ত্রী মঞ্জুরা বেগম ছোট ছেলের উপার্জন দিয়ে দিনাতিপাত করেন। এবার ঈদে শান্তি মিয়া কোরবানি দিতে পারেননি। তাই মহলস্নার লোকজন তাদের মাংস দেয়। উক্ত মাংস কেন নিল এমন অভিযোগ এনে রাতে বাবা-মার ঘরে ঢুকে নবীর হোসেন তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পস্নাস্টিকের চেয়ার দিয়ে তার মা মঞ্জুরা বেগমকে এলোপাতাড়ি আঘাতসহ কিলঘুষি ও লাথি মারে। এতে মঞ্জুরা বেগম আহত হলে স্থানীয় লোকজন ওই দিন রাত সাড়ে ১০টায় তাকে উদ্ধার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ পুনরায় বাড়িতে নিয়ে যায়। রাত ১টায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এবং নিহত মঞ্জুরা বেগমের লাশ ভোরে থানায় নিয়ে আসে।

নিহতের স্বামী মামলার বাদী মো. শান্তি মিয়া জানান, 'আমার ছেলের চেয়ার ও কিল-ঘুষির আঘাতেই আমার স্ত্রীর মৃতু্য হয়েছে।'

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, 'মঞ্জুরা বেগমের শরীরে কোনো আঘাতে চিহ্ন আমরা দেখতে পাইনি। হাসপাতালে তারা রোগীটি মারামারির সে কথাও বলেনি। অবশেষে শান্তি মিয়া বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করছি, পাশাপাশি আসামিদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে