মতবিনিময় সভা
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা থানার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঈদ-পরবর্তী সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ। এ সময় ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক ও আনোয়ারা থানায় কর্মরত পুলিশ অফিসার এসআই জয়নালসহ স্থানীয় কর্মরত গণমাধ্যমকর্মী। মতবিনিময় সভায় আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ফুটবল টুর্নামেন্ট
ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে আন্তঃখিদিরপুর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল ম্যাচে পীরপুর ধ্রম্নবতারা ফুটবল একাদশকে ০-৩ গোলের ব্যবধানে হারিয়ে মধ্য ডোমনমারা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আলোচনা সভা
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সাঘাটা উপজেলার 'কাছের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন'-এর মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন (পিপিএম)। বৃহস্পতিবার উপজেলার মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি কাওছার আহম্মেদ মন্ডলের সঞ্চালনায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো, রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজার রহমান, ইউপি সদস্য জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, শিক্ষক বিদু্যৎ কুমার বর্মণ ও প্রধান শিক্ষক রেজাউল করিম।
ঈদ পুনর্মিলনী
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের আয়োজনে বৃহস্পতিবার বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ চত্বরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক সরকার। এ সময় উপস্থিত ছিলেন প্রজন্মের আলোর বার্তা সম্পাদক মো. রেজা, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ডিজিটাল কনটেন্ট এডিটর আব্দুলস্নাহ আল মাসুদ বিন রহমান তন্ময়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. তৌহিদুর রহমান বাবু, সাংবাদিক নাজমুল হোসাইন সেন্টু প্রমুখ।
চারা গাছ রোপণ
ম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে গত বৃহস্পতিবার বিকালে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রকারের বনজ ও ফলদ গাছের চারা রোপণ করেন। গাছের চারা রোপণকালে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই বৃক্ষরোপণ করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকারের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করছে।
গুরুতর অসুস্থ
ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বুধবার এই মুক্তিযোদ্ধাকে দেখতে সেখানে ছুটে যান রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, উরকিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, যুবলীগ নেতা মোশারক হোসেন ছোটন। তাপস বড়ুয়া, আনোয়ার আজম, মহিউদ্দিন ইমন, উৎপল মহাজন অরুণ, উদয় দত্ত অর্ক, অসিত দে, শেখ মনিরুল ইসলাম, সাজ্জাদ শাহ, ছাত্রনেতা রুবেল বৈদ্য ও চিকিৎসাধীন মুক্তিযোদ্ধাসন্তান ম্যালকম চক্রবর্তী।
নির্মাণকাজের উদ্বোধন
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজদিয়া স্কুল অ্যান্ড কলেজের ৪ তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ আলহাজ মহিউদ্দিন আহমেদ। শুক্রবার ভবন উদ্বোধনকালে তার সাঙ্গে ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, রাজদিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডি সভাপতি কৃষিবিদ মুকসুদ আলম খান মুকুট, অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ।
সমন্বয় সভা
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এটাই ছিল প্রথম মাসিক সভা।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান, কৃষি অফিসার রফিকুজ্জামানসহ আরও অনেকে।
চাল বিতরণ
ম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই পৌরসভার প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ চার হাজার ৬২১টি পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা এলাকার ধামরাই বালিকা বিদ্যালয় মাঠে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ। পৌরসভার মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে পৌরসভার সব কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর মেয়র জানান, ধামরাই পৌরসভায় প্রতিবছরের ন্যায় এ বছরও প্রধানমন্ত্রীর দেয়া এই চাল সুন্দর পরিবেশে বিতরণ করা হচ্ছে।'
জনসমাবেশ অনুষ্ঠিত
ম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে 'সংগঠনই শক্তি, সংগঠনই মুক্তি' শ্লোগানে ভূমি অধিকার, কৃষি ভূমি সংস্কার ও সর্বজনীন পেনশন স্কিম-বিষয়ক জনসমাবেশ এবং প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) সহযোগিতায় বৃহস্পতিবার সুইহারী নাভারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সদর সভাপ্রধান রাজু মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সিডিএ দিনাজপুরের আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়। ধারণাপত্র পাঠ করেন- জন নারী ঐক্য পরিষদের সভাপ্রধান মকলেসিনা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা ভূমি সমন্বয় পরিষদের সদস্য হরিশ চন্দ্র রায়। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন আক্তার, সিডিএ উপ-পরিচালক আলিম-আল-রাজী।
খাদ্য সহায়তা
ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ভিজিএফ কর্মসূচির আওতায় ১৩ হাজার ২৩৫ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগেই প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারেফ হোসেন।
মোশারেফ হোসেন জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে পবিত্র ঈদুল আজহা পালনের জন্য অতি দরিদ্র ও দুস্থদের ঈদে খাদ্য সহায়তা প্রদান করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩২ মেট্রিকটন ভিজিএফ চাল বিতরণ করা হবে। অসহায় ও দুস্থদের তালিকা প্রণয়নের কাজ চলছে, তালিকা সম্পন্ন হলেই বিতরণ শুরু হবে।
সভা অনুষ্ঠিত
ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলার শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে ঢাকাস্থ চিলমারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় ছিলেন ঢাকাস্থ চিলমারী কল্যাণ সমিতির সভাপতি শিল্পপতি প্রকৌশলী মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন, সমিতির সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হারুন অর রশীদ শামীম, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অফিসার এসবি মো. মিজানুর রহমান মানিক, বিআরডিবির আঞ্চলিক পরিচালক মো. সাজেদুল ইসলাম ও চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম সাবু।
কমিটি ঘোষণা
ম রামগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউপি বিএনপির কর্মী সমাবেশ বৃহস্পতিবার বিকালে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউপি বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিলস্নাল হোসেন পাটোয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে তাওহীদ হোসেন মারুফ ভুইয়াকে আহ্বায়ক এবং বিলস্নাল হোসেন পাটোয়ারীকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে চকশিমলা উত্তরপাড়া পুরনো জামে মসজিদের আয়োজনে শুক্রবার চকশিমলা উত্তরপাড়া পুরনো জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চকশিমলা উত্তরপাড়া পুরনো জামে মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রিটুর সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন। এ সময় সঙ্গে ছিলেন ৮নং হাটকালুপাড়া ইউপি সদস্য মো. আব্দুল খালেক বিশা, চকশিমলা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমেদালী কবিরাজ।
ত্রাণ বিতরণ
ম ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
ওসমানীনগরে হাজী আয়মত খান-খায়রুন বেগম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার পশ্চিম বুরুঙ্গা ও খয়েরপুর এলাকায় দুই শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় ছিলেন প্রথমপাশা গ্রামের সাবেক মেম্বার হাজী আজমত খান, হাজী আয়মত খান ও খায়রুন বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সেলিম খান, সাধারণ সম্পাদক জামাল খান সামছু, শেখ আসাদুজ্জামান জুবায়ের, শিক্ষক ফুল মিয়া, ছালিকুর রহমান ছালিক।
ফুলেল শুভেচ্ছা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক সিআইপি শরিফুল আলম নির্বাচিত হওয়ায় বাজিতপুরে শ্রমিকদল নেতা মো. সবুজ মিয়াসহ প্রায় অর্ধশত নেতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গত কয়েকদিন আগে। জানা যায়, এই পেশি সরকারের আমলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এই ১৫ বছরের মধ্যে প্রায়ই সময়ই কারাভোগ বরণ করেছেন।
ফলজ বৃক্ষ বিনষ্ট
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের সুদুর ডাংগা দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে রোপণকৃত ফলজ বৃক্ষ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীররাতে একদল দুর্বৃত্ত পূর্বশত্রম্নতার জের ধরে মাদ্রাসা মাঠে ঢুকে পরিকল্পিতভাবে শতাধিক ফলজ বৃক্ষ বিনষ্ট করে। এ সময় তারা মাদ্রাসা খেলার মাঠের গোলপোস্ট তুলে নিয়ে যায়। এ ব্যাপারে ইউএনওর কাছে লিখিতভাবে বিচার প্রার্থনা করেছেন মাদ্রাসা সুপার মো. শাহজাহান আলী।
নতুন কমিটি
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে আলগী তন্তবায় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোট গণনা শেষে উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বিজয়ীদের নাম ঘোষণা করেন।
যারা নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মো. মিজানুর রহমান, সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন, সম্পাদক পদে হুমায়ুন কবির, সদস্য পদে ৬টি জোনে ৯টি পদের জন্য ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অটোরিকশা চুরি
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মালিকের হাত-পা বেঁধে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহেবগঞ্জ হেলিপ্যাড এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আত্রাই হেলিপ্যাড এলাকার জাফের আলী (৬৫) প্রতিদিনের ন্যায় বুধবার দিবাগত রাতে তার ঘরে অটোরিকশা ও একটি মোটর সাইকেল রেখে ঘুমিয়ে যান। রাত ২টার দিকে ৩জন লোক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে যান।
বাইরে যাবার সঙ্গে সঙ্গে আরও ৫/৬ জন লোক তার হাত-পা ও চোখমুখ বেঁধে পাশ্ববর্তী তিলক্ষেতে ফেলে রেখে তার অটোরিকশা এবং মোটর সাইকেল নিয়ে চম্পট দেয়। এদিকে তেল ফুরিয়ে যাওয়ায় মোটর সাইকেলটি পথিমধ্যে ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায়।
এদিকে বৃহস্পতিবার আত্রাই উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
আত্রাই থানার ওসি বলেন, বিষয়টি দুটিই আমি খতিয়ে দেখছি। খুব দ্রম্নত অটোরিকশা এবং মোটর সাইকেলটি উদ্ধার হবে বলে তিনি আশাবাদী।
ছাগল বিতরণ
ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
নানিয়ারচর জোনের (১০ বীর) সার্বিক তত্ত্বাবধানে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর নির্মাণের জন্য টিন এবং গরিব ও অসহায় পরিবারের মধ্যে গৃহপালিত পশু (ছাগল) বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জোন অধিনায়ক বিএ-৭৫৯৭ লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি) তিনি নিজেই অসহায়দের সাবলম্বী করার লক্ষ্যে টিন ও গৃহপালিত পশু বিতরণ করেন। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করে আসছে।