ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর থেকে বেড়তলা পর্যন্ত প্রায় ১০ কিমি যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিন গিয়ে দেখা গেছে এই দীর্ঘ যানজট। এই যানজটের কারণে ভোগান্তি ও চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই সড়কটিতে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। সরাইল বিশ্বরোড মোড়ের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সবগুলো বাস মহাসড়কে পার্কিং করে যাত্রী ওঠা-নামা করানোর জন্য প্রতিনিয়ত এই সড়কে যানজট লেগে থাকে। এ বিষয়ে জানতে চাইলে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সার্নাল বলেন, রাস্তায় ভাঙা গর্ত রয়েছে, তাই এই সমস্যা হচ্ছে। যানজটমুক্ত করতে সরাইল থানা পুলিশ ও সরাইল বিজিবিকে কাজ করতে দেখা যায়।