প্রধানমন্ত্রীর ভারত-চীন সফরে তিস্তা পাড়ের প্রত্যাশা নিয়ে শুক্রবার সকালে রংপুর সিটি করপোরেশন (রসিক) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী।
নজরুল ইসলাম হক্কানী বলেন, 'প্রধানমন্ত্রী ভারতে গেছেন। দিলিস্নর হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর ভারত-চীন সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা নিয়ে তিস্তা পাড়ের কোটি মানুষ আশার আলো দেখছেন বলে জানান তিনি। এজন্য জুলাইয়ের প্রথম সপ্তাহে রংপুরের কাউনিয়ায় সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।'
তিনি আশাবাদী প্রধানমন্ত্রীর ভারত-চীন সফরের মধ্য দিয়ে এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জট খুলবে। এটি বাস্তবায়ন হলে শত বছরের উন্নয়ন বঞ্চনার শিকার একটি জনপদ উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হবে।
রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, ভারত-চীন বুঝি না পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
এ সময় আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, মুক্তিযুদ্ধে গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম কানু, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক অশোক কুমার সরকার, বখতিয়ার হোসেন শিশির প্রমুখ।