সাতক্ষীরা আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে অবৈধভাবে ভূগর্ভের বালি উত্তোলনের ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে। কোনো কিছুর তোয়াক্কা না করে নিয়মিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। ২৫ থেকে ৩০ জন মেশিন মালিক সংঘবদ্ধ হয়ে অবৈধ এ কর্মকান্ড করে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য সেটের পাশে একটি মৎস্যঘের থেকে বিশিষ্ট ব্যবসায়ী মাড়িয়ালা গ্রামের মাস্টার আব্দুর রব ও আবুল কালাম তাদের দোকান ভরাট করার জন্য বালি তুলছিলেন। ড্রেজার মেশিন মালিক কলিমাখালী গ্রামের গফফার গাজীর ছেলে বাবলু গাজী একটি চুক্তি মূল্য নির্ধারণ করে বালি তুলে দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বাবলু গাজী কিছু অসাধু ব্যক্তির ম্যাধ্যমে ওপরওয়ালাদের দায়িত্ব নিয়ে বালি উত্তোলনের সহায়তা করে থাকে।
এ ব্যাপারে মেশিন মালিক বাবলু গাজীর সঙ্গে কথা বললে তিনি জানান, সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়। এতে আমাদের তেমন বেশি কিছু থাকে না।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়কে জানালে তিনি সরকারি লোক পাঠিয়ে বালি উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, অতিদ্রম্নত তদন্ত করে সব মেশিন মালিকদের তালিকা প্রস্তুত করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।