মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
আত্রাইয়ে অবৈধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে ১১ মণ জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

স্বদেশ ডেস্ক
  ২২ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুরে ১১ মণ জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

চাঁদপুরে ১১ মণ জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়েছে। এদিকে নওগাঁর আত্রাইয়ে প্রায় ১০ লাখ টাকার কারেন্টজাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে ৪৫০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে এ তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে হরিণা ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় যাত্রীবাহী পরিবহণে খুলনা অঞ্চল থেকে আসা ককশিটের বক্সে থাকা ৪৫০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়।

তবে কেউ চিংড়ির মালিক দাবি না করায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা ছিলেন।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আহসানগঞ্জ হাটে অভিযান চালিয়ে জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।

আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, আহসানগঞ্জ হাটে ব্যাপকহারে নিষিদ্ধ কারেন্টজাল বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের নির্দেশে বৃহস্পতিবার থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। হাটে বিক্রির সময় প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে হাটেই আগুনে ভস্মীভূত করা হয়েছে।

তিনি আরও বলেন, নদী-নালা, খাল-বিল ও মুক্ত জলাশয়ের দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তার এবং সুরক্ষায় নিষিদ্ধ কারেন্টজাল, চায়না দুয়ারী রিংজাল ধরতে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে