টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক মধুপুর, রংপুর ও ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর পৌরসভার মালাউরি নামক স্থানে শুক্রবার সকাল ৯টার দিকে একটি থ্রি-হুইলার ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে নিহত হন গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকার একটি ভাতের হোটেলের কর্মচারী কামরুল ইসলাম। অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। আহতরা হচ্ছেন নেত্রকোনা জেলার ইমাম হোসেনের ছেলে আব্দুল হাশেম, একই জেলার বারহাট্টা এলাকার সুমন খানের ছেলে আব্দুল কুদ্দুস, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আহাম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম, থ্রি-হুইলারের (মাহিন্দ্র) চালক মধুপুর উপজেলার লুচিয়া নগরবাড়ী গ্রামের আরফান আলীর ছেলে জালাল হোসেন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার আদনান আহসান চৌধুরী, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাতলী গ্রামের শহর আলীর ছেলে রুবেল মিয়া, একই উপজেলার নগর হাওলা গ্রামের রইজউদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম এবং জয়নাবাজার এলাকার মইনউদ্দিনের ছেলে সেলিম মিয়া। স্থানীয়রা জানায়, মধুপুর পৌরসভা এলাকা থেকে শুক্রবার সকালে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মালাউরি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলারের (মাহিন্দ্র) মুখোমুখি সংঘর্ষ হয়। দুই গাড়ির সংঘর্ষের বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখতে পান প্রাইভেটকারটিতে আগুন ধরেছে। দ্রম্নত তারা প্রাইভেটকারের আগুন নেভান। স্থানীয় প্রত্যক্ষদর্শী মিলন হোসেন জানান, বিকট শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পাঠান। এ সময় একজন নিহত হয়ে সড়কেই পড়েছিল। প্রাইভেটকারের চালক পালিয়ে গেলেও ভেতরে আটকেপড়া এক যাত্রীকে জানালার কাঁচ ভেঙে উদ্ধার করা হয়। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন মানিক জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃতু্য হয়েছে। ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মধুপুর থানার ওসি মোলস্না আজিজুর রহমান জানান, মালাউরি এলাকায় থ্রি-হুইলার (মাহিন্দ্র) ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে থ্রি-হুইলারের এক যাত্রী মারা যান। এ ঘটনায় ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃতু্য হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন বাসযাত্রী। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার মাদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন নামে একটি বাস ঘটনাস্থল পৌঁছালে পেছন থেকে বেস্টঅন পরিবহন সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন মারা যান। তার নাম পরিচয় জানা যায়নি। পরে গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া (২৫) নামে আরও এক যাত্রী মারা যান। বড়দরগাহ হাইওয়ে পুলিশের ওসি সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের একজনের পরিচয় জানা যায়নি।
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজি বাইকে থাকা দুই যাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিংক রোড (ডিভাইডার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. মোবারকের পুত্র সুমন। মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি রাত সাড়ে বারোটার দিকে ফরিদপুরের মধুখালী বাজার এলাকা পার করার সময় বালিয়াকান্দি লিংক রোড থেকে মহাসড়কে ওঠে আসা একটি ইজিবাইককে রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হন। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।