সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক মোদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে দিনাজপুরের বীরগঞ্জ ও চট্টগ্রামের রাউজানে পানিতে পড়ে শিশুসহ দু'জনের মৃতু্য হয়েছে। এছাড়াও ঢাকার দোহার ও সিরাজগঞ্জের কাজিপুরে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সিগারেট বাকি না দেওয়ায় এক মোদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে যুবক। শুক্রবার মর্মান্তিক এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের হোছনার ঘাট গ্রামে এক টং দোকানে।
নিহত মুদি দোকানির নাম এমরান মিয়া (২৫)। তিনি হোছনাঘাট গ্রামের সাজিদ মিয়ার ছেলে। বখাটে যুবকের নাম লিটন মিয়া (৩০)।
সূত্রে জানা যায়, হোছনা ঘাট গ্রামের লিটন মিয়া প্রায়ই বাকিতে এমরান মিয়ার দোকানে কেনাকাটা করে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে লিটন মিয়া এমরানের টং দোকানে গিয়ে বাকিতে সিগারেট চাইলে দোকানি এমরান মিয়া অপারগতা স্বীকার করে। এ নিয়ে দু'জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লিটন মিয়া উত্তেজিত হয়ে বাড়ি থেকে দা এনে দোকানি এমরান মিয়াকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। পরে আহত এমরানকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লিটনকে গ্রেপ্তার করেছে। একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জের শখের বশে নদীতে মাছ ধরতে গিয়ে আতাহার মাহমুদ (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। তিনি বীরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল কুদ্দুস মাস্টারের ছেলে।
শুক্রবার সকাল ৭টায় পৌর শহরের ঢেপা নদীর স্স্নুইসগেটে এলাকায় মৃত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শখের বসে বাড়ির কাছে ঢেপা নদী স্স্নুইসগেটে মাছ ধরতে যান আতাহার মাহমুদ। মাছ ধরার জন্য জাল ফেলতে গিয়ে জালসহ নদীতে পাড়ে যান। সাঁতার না জানার কারণে এবং নদীতে প্রচুর স্রোত থাকায় পানিতে তলিয়ে যান। পরে উদ্ধারের জন্য স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে ব্যর্থ। এরপর শুক্রবার সকাল ৭টায় স্থানীয় লোকজন ঘটনাস্থলকে জালে মোড়ানো মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার এসআই খাজিমুদ্দিন জানান, এ ব্যাপার বীরগঞ্জ থানায় একটি অপমৃত মামলা করা হয়েছে।
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে তানহা আকতার (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃতু্য হয়েছে। শুক্রবার দুপুরে তার ভাসমান দেহ উদ্ধার করে স্বজনরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা শেষে তানহাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানহা রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী মোহাম্মদ মাহাবুবুল আলমের মেয়ে।
নিহতদের মা ইয়াছমিন আকতার বিলাপ করতে করতে বলেন, আমার মেয়ে সকালে নাস্তা খেয়ে ঘর থেকে বের হয়েছিল। দীর্ঘক্ষণ তাকে ঘরে না দেখে তার দাদা তাকে খুঁজতে বের হয়েছিলেন। দাদা পুকুর পাড়ে গিয়ে দেখেন নাতনির স্যান্ডেল পুকুর পাড়ে পড়ে আছে, দেহ ভাসছে পুকুরে। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন এসে তানহাকে উঠিয়ে হাসপাতালে নেয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দোহার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দোহার উপজেলায় নয়ন বেপারী (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দোহার পৌর এলাকার বটিয়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত নয়ন উপজেলার বটিয়া গ্রামের জয়নাল বেপারীর ছেলে।
নিহতের মা রাহিমা বেগম জানান, 'সকাল ৬টার দিকে আমি দেখতে পাই ঘরের আড়ার সঙ্গে আমার ছেলে নয়ন মাফলার পেঁচিয়ে ঝুলে আছে। পরে আমার ডাক-চিৎকারে স্থানীরা এগিয়ে এসে নয়নের লাশ নিচে নামিয়ে আনে। নয়ন কেন এমনটা করল বুঝতে পারছি না। আমার ছেলে তো কোনো নেশাও করত না। তবে কিছুদিন আগে আমার ছেলের বউ অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে। সেই কষ্টেই হয়তো আমার ছেলে আত্মহত্যা করেছে।'
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর-রশিদ বলেন, এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কাজিপুরে গলায় ফাঁস দিয়ে সবুজ (২৫) নামে যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ২১ জুন সকাল ৯টার শুভগাছা ইউনিয়নের বয়রাবাড়ি গ্রামে নিহতের নিজ বাড়িতে।
নিহত সবুজ ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। পারিবারিক কলহের জেরে ঘটনার দিন অভিমান করে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।
কাজিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।