ঈদ আসে ঈদ যায়, তাদের মধ্যে নেই কোনো আনন্দ উৎসব। পথের ধারে খোলা আকাশের নিচে, রেলস্টেশন বা গাছতলায় অনিশ্চিত দিন-রাত যাপন করতে হয় তাদের। যেখানেই রাত সেখানে ঘুমিয়ে পড়ে পথশিশু ও ছিন্নমূল শিশুরা। ময়মনসিংহে এসব শিশুর ভিন্ন মাত্রায় ঈদ উৎসবের 'শৈশবের ঈদ আনন্দ' আয়োজন করে স্টার হোপ ফাউন্ডেশন।
এ আয়োজনের মধ্যে ছিল শিশুদের শৈশবের আনন্দ উপভোগ, জাদু প্রদর্শন, কুইজ, গান ও কবিতা আবৃত্তি, রাফেল ড্র এবং লটারির মাধ্যমে চকোলেট, সাবান, বাটি, পাউডার, খেলনা, বেলুনসহ বিভিন্ন রকম পুরস্কার প্রদান শেষে সবার মধ্যে খাবার বিতরণ করা হয়।
শুক্রবার নগরীর পান বিলাশ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্টার হোপ ফাউন্ডেশনের সভাপতি আহামেদ সুরুজ্জামান।
ফাউন্ডেশনের সভাপতি বলেন, 'শিশুদের মানবিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ এজন্য পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য-শিক্ষা পুনর্বাসন কার্যক্রম পরিকল্পনা করা হচ্ছে। তাদের শৈশবকে রঙিন, আনন্দময় ও নিরাপদ করার লক্ষ্যে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। প্রাথমিকভাবে আজ এসব শিশুর শৈশবের ঈদ আনন্দে সবাই মেতে উঠলাম। শিশুদের আনন্দ দেখে আমরাও আনন্দিত।'
সাধারণ সম্পাদক নূর জাহিদ মোমেন আগামীদিনের শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ও মানবিক গুণাবলি নিয়ে কাজ করার লক্ষ্যে উপস্থিত সবার কাছে স্টার হোপ ফাউন্ডেশনের জন্য সাহায্য ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুলস্নাহ আল আমীন, স্টার হোপ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুলস্নাহ আল মাসুদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আহামেদ জামিল লিফাত, দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মাহিনূর আব্দুলস্নাহ অনিক এবং তরুণ উদ্যোক্তা মাসুম জামান প্রমুখ।