মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

কটিয়াদীতে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২২ জুন ২০২৪, ০০:০০
কটিয়াদীতে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহলস্নায় বৃষ্টির পানিতে ৮শ' পরিবার পানিবন্দি। বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তা ও আশপাশের বাড়িঘরে হাটুপানি লেগে থাকে। এতে মহলস্নাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জলাবদ্ধতা থেকে পরিত্রাণের জন্য মহলস্নাবাসী বৃহস্পতিবার এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই ভোগপাড়া মডেল মসজিদের রাস্তায় হাটুজল লেগে থাকে। আশপাশের বাড়িঘরেও হাটুজল লেগে থাকার কারণে মহলস্নাবাসীসহ সর্বসাধারণের চলাচলে খুবই কষ্ট হয়। পঁচা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে মডেল মসজিদে যাতায়াতের কারণে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে সমস্যা হয়। ভোগপাড়া মহলস্নার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন বলেন, মাটি ফেলে কালভার্টের মুখ বন্ধ করার পর থেকে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মহলস্নার ৮শ' পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সবেমাত্র বর্ষাকাল শুরু। কালভার্টের মুখ খোলে না দিলে জলাবদ্ধতা দূর হবে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ওসমান মো. সবুজ, মো. রতন মিয়া, মুক্তিযোদ্ধা আক্কাছ মিয়া, আবু জাফর ওবায়দুলস্নাহ সানিয়াত, বুলবুল ইসলাম, লিটন মিয়া, আফজাল হোসেন ও সোহাগ মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে