রাসিক মেয়রের সঙ্গে যুবলীগ নেতাকর্মীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ | ২২ জুন ২০২৪, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ -যাযাদি
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর জেলা যুবলীগের নবনির্বাচিত নেতারা। বৃহস্পতিবার রাতে নগর ভবনে মেয়র দপ্তরে রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি এবং জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজলসহ নবগঠিত কমিটির নেতাদের সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ছিলেন মহানগর যুবলীগের নবনির্বাচিত সহ-সভাপতি মাজেদুর রহমান শিবলী, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপস্নব, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি, সহসম্পাদক প্রণব কুমার সরকার, সহসম্পাদক এস এম আশিকুর রহমান এবং জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামাউন ইসলাম, রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর যুবলীগের ১৪ সদস্য এবং জেলা যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।