মধুখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, শিশুসহ ১০ জন আহত হয়েছে। এছাড়া বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বিকালে স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের সঙ্গে বিপস্নবের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই ইউপি সদস্য মতিয়ার রহমান, আতিয়ার হোসেন ও বিপস্নবকে গ্রেপ্তার করে পুলিশ।
মতিয়ার রহমানের সমর্থকরা জানান, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে বিপস্নবের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
বিপস্নবের সমর্থকরা জানান, 'মতিয়ার রহমান নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ওপর হামলা চালানোর নির্দেশ দেন। এমনকি নারী ও শিশুদের ওপরও হামলা চালানো হয়। আমাদের বসতবাড়িও ভাংচুর করা হয়। আমাদের চারজন আহত হয়েছে।'
মধুখালী থানার ওসি মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গোলাম মোস্তফা বাদী হয়ে ২০ জনের নাম উলেস্নখ করে ও ৮-১০ জনকে অজ্ঞাতনামা করে এবং সাহিদ শেখ বাদী হয়ে ১৭ জনের নাম উলেস্নখ করে থানায় দু'টি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তিন জনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।