তিস্তায় নৌকা ডুবে শিশুর মৃতু্য নিখোঁজ ৬

প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে যাত্রীবোঝাই জেলেদের একটি ডিঙ্গি নৌকাডুবির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খামার দামারহাট খেয়াঘাটে তিস্তা নদীতে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় আয়শা খাতুন নামের শিশুর মরদেহসহ ১৭ জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন। নিহত শিশু আয়শা খাতুন (৩) মিয়াপাড়া গ্রামের আজিজুর রহমানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্বাস আলী। নৌকার যাত্রী কামাল হোসেন, শরীফা বেগম ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকার জয়নাল আবেদীনের পরিবার ও তার আত্মীয়স্বজন মিলে ২৫ জন একটি নৌকায় তিস্তার ওপারে রংপুর পীরগাছা উপজেলার আলীবাবা থিম পার্ক এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার দিকে খামার দামারহাট খেয়াঘাট এলাকায় তিস্তা নদীর প্রবল স্রোতে ও বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে পানিতে ডুবে যায়। এ সময় নৌকার যাত্রী কামাল হোসেন, শরীফা বেগমসহ কয়েকজন সাঁতরে তীরে উঠেন এবং কিছু যাত্রীকে স্থানীয় লোকজন নৌকায় করে উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারের চেষ্টা করেন। উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, গত রাত ১টা পর্যন্ত আড়াই বছরের একজন শিশুর মরদেহসহ ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সবার বাড়ি বজরা ইউনিয়নের চর পশ্চিম বজরা এলাকায়। উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, নৌকাডুবির ঘটনায় উদ্ধারকৃত যাত্রীদের মারফত জানা গেছে তারা নৌকায় ২৫ জন ছিলেন। এ পর্যন্ত নদী থেকে একজন মৃত শিশুসহ ১৭ জন জীবিত উদ্ধার করা হয়। এখনও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।