চারদিন ধরে বন্ধ মানিকছড়ি ডিসি পার্ক
প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
পাহাড়কন্যা খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলায় গড়ে তোলা প্রকৃতিবান্ধব পর্যটন কেন্দ্র 'ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-টু্যরিজম পার্কটি' (ডিসিপার্ক) গত চার দিন ধরে বন্ধ রয়েছে।
গত ১৭ জুন দুপুরে পার্কের লেকে কায়াকিং (বোট) করতে নেমে মুহাম্মদ ইসরাফিল নামের ১৪ বছর বয়সি এক শিশুর মৃতু্য হয়। এ ঘটনার পরপরই অনিবার্য কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। ফলে ঈদের ছুটিতে দূর-দূরান্ত থেকে পার্কে বেড়াতে আসা প্রকৃতি ও অ্যাডভেঞ্চার-প্রেমী পর্যটকরা হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন।
পার্কে চট্টগ্রাম থেকে ঘুরতে আসা রায়হান তালুকদার ও ফটিকছড়ি থেকে আসা রাকিব হোসেন জানান, দেশের দীর্ঘতম জিপলাইন উপভোগ করতেই প্রথমবারের মতো এই পার্কে আসেন তারা। তবে পার্ক বন্ধ থাকায় হাতাশা নিয়ে ফিরে যেতে হয় তাদের।
পার্কের দায়িত্বশীল সাদাব ইয়াছিন জানান, 'ঈদের ছুটিতে অনেক পর্যটক আসেন এই পার্কে, এবারও তার ব্যতিক্রম নয়। তবে ঈদের দিন থেকে পার্ক বন্ধ থাকায় খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকরা ফিরে যাচ্ছেন।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া বলেন, 'পার্কে কিছু উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে, যা অতি দ্রম্নতই শেষ হবে। চলমান কাজ শেষে হলেই পর্যটকদের জন্য আবারও খোলে দেওয়া হবে পার্কটি।'