রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২১ জুন ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ভিত্তিপ্রস্তর স্থাপন

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শেখ রাসেল শিশু পার্কের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাজশাহী ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির। এ সময় সঙ্গে ছিলেন জেলা প্রশাসক নওগাঁ ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মওলা, সহধর্মিণী বিভাগীয় কমিশনার রাজশাহী দিলসাদ জাহান, সহধর্মিণী শিউলি আজাদ জেলা প্রশাসক নওগাঁ, উপজেলা প্রকৌশলী মো. ইমরান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

ঈদ পুনর্মিলনী

ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বৃক্ষরোপণ ও এসএসসি ব্যাচ ২০০৮ সালের ঈদ পুনর্মিলনী উপলক্ষে ব্যতিক্রমধর্মী জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ফুল বাগানে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অত্র স্কুলের এসএসসি ব্যাচ ২০০৮ সালের ছাত্র-ছাত্রীরা ঈদ পুনর্মিলনী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, আলোচনা সভা, দোয়া, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন।

খাবার বিতরণ

ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের কথা চিন্তা করে ৪ শতাধিক মানসিক ভারসাম্যহীন রোগী ও ছিন্নমূল মানুষদের মধ্যে খাবার বিতরণ করেছে মাদারীপুর জেলার শিবচরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) শিবচর শাখা। বুধবার শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করে এই সংগঠনটি। এসময় ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) এর কেন্দ্রীয় পরিচালক (শিক্ষা প্রশিক্ষণ) আবুল খায়ের খান, শিবচর শাখার সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি মো. খোকা মাদবর, আয়োজন কমিটির আহ্বায়ক মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম মোলস্না, সাংগঠনিক সম্পাদক এসএম দেলোয়ার হোসাইন।

সভা অনুষ্ঠিত

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সঞ্চালনায় এ সময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, পৌর মেয়র ফকরুজ্জামান মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল, মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

শুভেচ্ছা বিনিময়

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে অক্লেশে তিনি বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে প্রান্তিক মানুষের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল সবার খোঁজখবর নেন।

হুইলচেয়ার বিতরণ

ম বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের মো. সোহরাফ হোসেন, দক্ষিণ রামনা গ্রামের মো. রাসেল ও পূর্বসফিপুর গ্রামের মোসা. মারুফা এই ৩ জন চলাচলে অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বামনা উপজেলা পরিষদের সামনে বিতরণ অনুষ্ঠানে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জালাল. মন্ত্রী পরিষদ সচিবালয়ের যুগ্ম সচিব মো. ফেরদৌস আহম্মেদ, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ওবায়দুল কবির আকন্দ, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন মহারাজ।

সংবর্ধনা প্রদান

ম কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আকবর খাঁনকে সংবর্ধনা দিয়েছেন তার স্কুল জীবনের বন্ধুরা। বুধবার হোটেল বেলাভূমি হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে মাস্টার নুরুল আবছারের সভাপতিত্বে ও অ্যাডভোকেট রফিকুল আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আকবর খাঁন, বড়ঘোপ ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আকতার উদ্দীন। এসময় বক্তব্য রাখেন মাস্টার আমিনুল হক, শেখ শহিদুল ইসলাম লালা, মাস্টার জাফর আলম, মাস্টার আবদুল রশিদ, মাস্টার ইসহাক কুতুবী, সালাউদ্দীন খোকন।

ফুটবল টুর্নামেন্ট

ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল উপজেলার রমাপুর-বক্তারপুর-গোবিন্দপুর রাবেয়া সুপার মার্কেট একতা ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকালে স্থানীয় মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১-০ গোলে কিরণ ভূঁইয়া একাদশকে পরাজিত করে সোহাগ একাদশ টিম চ্যাম্পিয়ান হয়। আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম বাকী বিলস্নাহ ও চাটখিল পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমেদ সুমন ও সাবেক কাউন্সিলর মমিনুল ইসলাম দুলাল।

চারাগাছ রোপণ

ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুপসা)-এর উদ্যোগে চারাগাছ রোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। 'গাছ লাগালে বাঁচবে দেশ, ফুল ফসলের বাংলাদেশ'- এ স্স্নোগানকে সামনে রেখে উপজেলার নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এ কার্যক্রম পালিত হয়। এ সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো. কামরুজ্জামান শামীম, ডুপসা-র সভাপতি জোবায়েদ হাসান অভিসহ অন্যরা।

চেয়ারম্যানদের বরণ

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং-কে বরণ করা হয়েছে। সেই সঙ্গে বিগত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা ও অংনুচিং মারমা-কে বিদায় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও বিদায়ী দুই ভাইস চেয়ারম্যান-কে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সব অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক আমিনুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য-সচিব আবু জাফর লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল আলম জুয়েল, সদস্য-সচিব এহসানুল কাজী রিপন, পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন রাজু, যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবিব, পৌর যুবদল আহ্বায়ক ময়েন উদ্দীন লিপন।

ঘর উপহার

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে আর্ন এন্ড লিভ-এর পুনর্বাসন প্রকল্পের আওতায় বিনামূল্যে নবনির্মিত একটি ঘর দেওয়া হয়েছে? বৃহস্পতিবার দুর্গাপুর পৌর শহরের দশাল গ্রামের রিনা বেগমকে এ নবনির্মিত ঘরটি হস্তান্তর করা হয়? ঘরটি নির্মাণে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসি ও তার পরিবার? ঘরটি হস্তান্তরের সময় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল। অন্যদের মধ্যে ছিলেন আইইডিএসের নির্বাহী পরিচালক শামীম কবীর, আর্ন এন্ড লিভ-এর নেত্রকোনা জেলার স্বেচ্ছাসেবক টিমের সদস্য এস এম শাহিন, মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রথম সভা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটি জেলা রাজস্থলী ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সঞ্চালনায় সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়। রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলে সবার উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার। এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাসহ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পলস্নীমঙ্গল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অষ্টম বর্ষপূর্তি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইন্সটিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি পিআইএসটি এবং ডাইসিন গ্রম্নপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান প্রকল্প পরিচালক পিআইএসটি ও ডাইসিন গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- পরিচালক পিআইএসটি ও ডাইসিন গ্রম্নপের পরিচালক মোহাম্মদ রেজওয়ানুর রহমান, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের পরিচালক এম. নাজমুল ইসলাম, অধ্যক্ষ মো. নাসিম হায়দারসহ অন্যরা।

এক্সরে মেশিন উদ্বোধন

ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন- রামগতি-কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল্যা আল (মামুন)। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ।

ফুটবল টুর্নামেন্ট

ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম জেলা সন্দ্বীপ উপজেলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা। সন্দ্বীপ ক্রীড়া সংস্থার প্রতিনিধি আর্দশ হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- দ্বীপবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম। আরও উপস্থিত ছিলেন- সন্তোষপুর স্কুলের সিনিয়র শিক্ষক বিভীষণ মজুমদার, কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিতাই মজুমদার, ক্রীড়া ব্যক্তিত্ব খোকা মিয়া প্রমুখ।

ঈদ পুনর্মিলনী

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরা শালিখার তালখড়ি ইউনিয়ন শাখা ইমাম ও ওলামা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি গঠন করা হয়েছে। নাঘোসা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মাওলানা মো. সিরাজুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ মাওলানা মো. সিরাজুল ইসলামকে সভাপতি, মুফতি মফিজুর রহমানকে সেক্রেটারি, মাওলানা শিহাবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা জিয়াউর রহমানকে দপ্তর সম্পাদক, হাফেজ মাওলানা শরিফুল ইসলামকে অর্থ সম্পাদক, মুফতি আরিফ বিলস্নাহকে প্রচার সম্পাদক, মুফতি সাকিব আল-হাসানকে মক্তব ও মাদ্রাসা-বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।

ঈদ পুনর্মিলনী

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সম্মেলন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। 'ধর্ম, বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত' এই স্স্নোগানকে সামনে রেখে সকালে স্থানীয় আধুনিক হাসপাতাল অডিটরিয়ামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শায়খুল হাদিস মুহসিনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি খন্দকার মাওলানা আবদুল আজিজ।

খাদ্য সহায়তা

ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর বাজারে বানভাসি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি। বৃহস্পতিবার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সময় ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে