হাটহাজারীতে চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না -বিরোধী দলীয় উপনেতা
প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
'হাটহাজারী শান্তির জায়গা। এখানে থাকবে না কোনো চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক দলাদলি। সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করে হাটহাজারীর উন্নয়নকে এগিয়ে নিতে হবে।' এই কথাগুলো বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বুধবার হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'যারা নির্বাচিত তাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস দুর্নীতির অভিযোগ নেই। হাটহাজারীর উন্নয়নে আমার যে প্রত্যাশা তারা তা শতভাগ পূরণ এবং নির্বাচনে দেওয়া প্রতিশ্রম্নতি অক্ষরে অক্ষরে পালন করবেন- এ দৃঢ়বিশ্বাস আছে তাদের প্রতি।'
বিদায়ী প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরী, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দীন জীবন ও মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষক শিমুল মহাজনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামিম, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, ওসি মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোর্শেদ তালুকদার, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, অধ্যক্ষ শফিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।