রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কলমাকান্দায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২১ জুন ২০২৪, ০০:০০
কলমাকান্দায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢল ও সুনামগঞ্জ হতে উবদী পানির তোড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ৩ দিন ধরে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী ব্যাপকভাবে দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রাফিকুজ্জামান, জেলা ত্রাণ কর্মকর্র্তা মো. রুহুল আমিন উপজেলার দুর্গত এলাকা পরিদর্শন শেষে মনতলা গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল কুদ্দুছ বাবুল, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, ওসি লুৎফুল হক, পিআইও জাহাঙ্গীর হোসেন ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে