উজিরপুরে কৃষি প্রযুক্তিমেলা উদ্বোধন করলেন রাশেদ খান মেনন
প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুরে কৃষি প্রযুক্তিমেলার উদ্বোধন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৬ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিচুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি।
এছাড়াও সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিশিষ্টজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
আলোচনা শেষে ৮শ' কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়।