রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

দৌলতপুরে বাউল শফি মন্ডলের সঙ্গীত সন্ধ্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ২১ জুন ২০২৪, ০০:০০
দৌলতপুরে বাউল শফি মন্ডলের সঙ্গীত সন্ধ্যা

'বাড়ির পাশে আরশীনগর, সেথা একঘর পরশি বসত করে, আমি এক দিন না দেখিলাম তারে' বাউল শিরোমনি ফকির লালন শাহ্‌-এর গানে গানে মুখরিত হয়ে উঠেছিল কুষ্টিয়ার দৌলতপুরের ছাতারিপাড়া (ঘোষ পাড়া সড়ক) সড়কে আরশিনগর ইকোপার্ক। দেশসেরা বাউল ওস্তাদ শফি মন্ডলের কণ্ঠে মাতোয়ারা হয়ে উঠেছিল কয়েক হাজার দর্শক শ্রোতা। বুধবার রাত ৮টা থেকে মধ্যরাত অবধি ওস্তাদ শফি মন্ডলের সঙ্গীত সন্ধ্যা উপভোগ করতে আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষ ছুটে আসেন।

মোহন নামে এক দর্শক বলেন, ঈদের আনন্দের মধ্যে আরেক চমক হলো আরশিনগরে ওস্তাদ শফি মন্ডলের গান।

আরশীনগর ইকোপার্কের উদ্যোক্তা হুমায়ন কবীর জনি জানান, দৌলতপুর উপজেলায় তেমন কোনো ইকোপার্ক নাই। যেখানে মানুষ ছেলেমেয়ে নিয়ে একটু অবসর সময় কাটাবেন। সেই ভাবনা থেকেই তিনি নিরিবিলি শান্ত পরিবেশে আধুনিক মানের পার্ক তৈরির কাজে হাত দেন। দ্রম্নত এর কাজ শেষ করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে