কমিটি গঠনে বাণিজ্য, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারী ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে ইন্দুরকানীতে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৩৬ সদস্যের মধ্যে ২২ নেতাকর্মী কমিটি থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইন্দুরকানী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে ২২ জনের স্বাক্ষর থাকলেও এ সময় ৮ জন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মো. এম ছগির, আবুল কালাম আজাদ, সদস্য দুলাল ফকির, নুরুজ্জামান নাদিম, আবুল কালাম খান। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ হোসেন বলেন, নিয়ম অনুসারে জেলা ও উপজেলার নেতাদের সবার সঙ্গে আলোচনা করেই এ কমিটি গঠন করা হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামাল লাভলু বলেন, কারা পদত্যাগ করেছে এবং কি কারণে করেছে তা জানি না। কাগজ হাতে পাওয়ার পর বলতে পারব।