রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

দুই জেলার সড়কে ঝরল ২ প্রাণ

স্বদেশ ডেস্ক
  ২১ জুন ২০২৪, ০০:০০
দুই জেলার সড়কে ঝরল ২ প্রাণ

বাগেরহাটের চিতলমারী ও চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলায় রাস্তায় ঢাকাগামী পরিবহণ বাসের চাকায় পিষ্ট হয়ে মো. মামুন শেখ (৪০) নামের একজ মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কলাতলা রাজনগর এলাকার জনৈক দয়ালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত মামুন শেখ পিরোজপুর নাজিরপুর উপজেলার অতুলনগর গ্রামের মুনসুর শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, চিতলমারী থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, ঢাকাগামী রাজিব পরিবহণের একটি বাসের সঙ্গে উক্ত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের এক পর্যায়ে মোটর সাইকেল চালক ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। বাসটি রেখে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করাসহ রাস্তার যান চলাচল স্বাভাবিক করে। আর এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান থানার ওসি।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিয়াদ (২০) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের সেলফি রোডে এ ঘটনা ঘটে। সে দাঁতমারা বালুটিলা মোহাম্মদপুর গ্রামের নুরুল হুদার পুত্র। জানা যায়, নিহত রিয়াদ মোটর সাইকেলযোগে সেলফি রোডে ঘুরতে আসে। দ্রম্নতগতিতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাবারগাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়। এতে আহত হয় আরও ২ জন। দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে