রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ আ'লীগ নেতা মিন্টুর মুক্তির দাবি
স্বদেশ ডেস্ক
  ২১ জুন ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং এলাকাবাসী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে কুমিলস্না-সিলেট মহাসড়কের সুহিলপুরে নির্মাণাধীন চার লেন সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ ভূইয়া, সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান দুলাল ও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জেলার আশুগঞ্জ উপজেলা থেকে আখাউড়া উপজেলার ধরখার পর্যন্ত মহাসড়ককে চার লেনে নির্মাণ কাজের জন্য মহাসড়কের পাশের খাল ভরাট করায় বৃষ্টি হলেই সুহিলপুর ও বুধল ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা কুমিলস্না-সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা জনদুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচিতে ঝংকার নাট্যগোষ্ঠী, গণশিল্পী, কেসি কলেজ থিয়েটার, অরণী সাংস্কৃতিক সংসদ, নবগঙ্গা সাংস্কৃতিক জোট, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অংকুর নাট্য একাডেমি, অনিকেত যাত্রাপালা শিল্পীগোষ্ঠী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লালন গবেষণা কেন্দ্র, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠী, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী, পিয়াল বন্ধন শিল্পী গোষ্ঠী, জেলা নাট্য সমন্বয় পরিষদ, সুরের ভুবন, মানবাধিকার নাট্য পরিষদসহ জেলার ২২ সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনে অংশ নেন। তারা হলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবলুর রহমান লাল্টু, গণশিল্পী আব্দুস সালাম, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটনসহ অন্যান্যরা। কর্মসূচিতে ঝিনাইদহ চেম্বার অব কমার্স, জেলা দোকান মালিক সমিতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মিন্টুকে ফাঁসানো হচ্ছে অভিযোগ করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে