জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি।
বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, 'আমরা চাই, আমাদের প্রতিটি কর্মসূচি হবে জনগণকে কেন্দ্র করে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক ও কল্যাণমুখী দক্ষ এবং স্মার্ট প্রশাসন আমরা গড়ে তুলতে চাই। যাতে জনগণ উন্নত এবং মানসম্মত সেবা পায়। আমাদের লক্ষ্য যে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট ইকনোমি হবে, স্মার্ট গভর্মেন্ট হবে এবং স্মার্ট সোসাইটি হবে। দেশকে আমরা ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এবং সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। এই যাত্রাকে সফল করেই ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব।' জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে এবং সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ।
অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ ও পৌর মেয়র সাজেদুর রহমান মিঠুসহ সরকারি দপ্তরের সব দপ্তর প্রধান, উপজেলা, পৌর আওয়ামী লীগের নেতা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারের অন্যান্য ইউনিটের কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন।