করোনা আক্রান্ত হয়ে একজনের মৃতু্য
প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃতু্য হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮ জনের দেহে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই আটজনের করোনা শনাক্ত হয়।
এর আগে গত ১৫ জুন একজনের মৃতু্যর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তার আগে গত ১৮ মে ও ১৮ এপ্রিল করোনায় একজন করে দুজনের মৃতু্য হয়েছিল। এ নিয়ে চলতি বছর করোনায় মারা গেলেন ২০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় আটজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যবিবরণীতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজনের মৃতু্য হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ৪৯৭ জন করোনায় মারা গেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৮ হাজার ২৯০ জন।