চারা বিতরণ
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উলস্নাহ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র সংগঠনের উদ্যোগে বিভিন্ন জাতের ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় চৈয়ারকুড়ি বাজার প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর। সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মহিউদ্দিন চৌধুরী শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ সালাউদ্দিন মুকুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিয়াকত আলী।
পুনর্মিলনী অনুষ্ঠিত
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কচুয়া দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে নবগঠিত কচুয়া দাখিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে, অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. শরিফুল ইসলামের সঞ্চলনায় পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ। এ সময় ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. মহসিন হোসেন, কচুয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সুপারিন্টেন্ডেন্ট অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. মোশাররফ হোসেন।
ফল উৎসব
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
ফল বিতরণ, ফল দিয়ে আপ্যায়ন ও ফলের বীজ বপন প্রভৃতি কর্মসূচি পালনের মধ্য দিয়ে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন শামসুদ্দিন-মাহমুদা ট্রাস্ট। রোববার কুষ্টিয়ার ভেড়ামারার ফারাকপুর গোরস্থান সংলগ্ন দারুল এহসান মাদ্রাসা প্রাঙ্গণে ১০ রকমের মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয় মাদ্রাসার এতিম শিশু ও আমন্ত্রিত অতিথিদের। ফল আহার পর্ব শেষ হলে বীজতলায় ফলের বীজ বপন করা হয়। ভেড়ামারার শামসুদ্দিন-মাহমুদা ট্রাস্ট'র সদস্য সচিব ওয়াহিদ আহমেদ উজ্জ্বলের সার্বিক তত্ত্বাবধানে ট্রাস্ট সদস্যদের অংশগ্রহণে এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।
শিক্ষার্থীদের মিলনমেলা
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশা ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা। 'বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি, দিব হোক শপথ' বিষয়ের আলোকে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ২০০৭ ব্যাচের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী আনন্দমুখর পরিবেশে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষাথীদের অংশগ্রহণে গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও বিভিন্ন মানবিক কাজ করার জন্য 'মানবিক ফান্ড' নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠিত
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে চৌধুরীপাড়া এলাকার ব্যাংকারদের সংবর্ধনা ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চৌধুরীপাড়া উন্নয়ন পরিষদ। মঙ্গলবার পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি কমিশনার মোজাম্মেল হক চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক এমএ করিম চৌধুরী, প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মাহাবুব রহমান চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, এমএমএ মোরশেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন চৌধুরী।
চেয়ারম্যানকে সংবর্ধনা
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যানের ২০০১ সালের এসএসসি ব্যাচের ৩৫জন বন্ধুর উদ্যোগে ওই সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার বিকালে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া সংবর্ধনায় সভাপতিত্ব করেন এন্তাজুল হক। প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বীর মক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন মাস্টার। এসময় ছিলেন প্রকৌশলী শহিদুল ইসলাম, অ্যাডভোকেট শাহিন কাদির ডলার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাখোয়াত হোসেন।
মাংস বিতরণ
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে শহরের বিভিন্ন উর্দুভাষী ক্যাম্পে বসবাসরত ঝরেপড়া শিক্ষার্থীদের মধ্যে মাংস বিতরণ করে এফওএইচ সংস্থাটি। বুধবার হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড)-এর অর্থায়নে ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ) সংস্থার উদ্যোগে সৈয়দপুর শহরের গোলাহাটে অবস্থিত এফওএইচ প্রাইমারি স্কুলে এইচওএইচ সংস্থার কো-অর্ডিনেটর আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এফওএইচ'র কান্ট্রি ডিরেক্টর ওসামা জালাল। বিশেষ অতিথি ছিলেন হিড-এর ভাইস চেয়ারম্যান এম এ বারি, ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্র্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুছ বাবুল। এছাড়াও ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাস উদ্দিন, ওসি লুৎফুল হক, পিআইও জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, ডিজিএম আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আশ্রাফুল ইসলাম।
দোয়া ও মাহফিল
ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বরুড়া উপজেলার ৬নং চিতড্ডা ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শাহীনের আমন্ত্রণে কবরবাসীর নাজাতের জন্য দোয়া মাহফিলে যোগদান করেন কুমিলস্না-৮ আসনের সংসদ সদস্য এ জেড এম শফিউদ্দিন শামীম। মঙ্গলবার নোয়াপাড়া হাজী সুপার মার্কেট সংলগ্ন মোজাম্মেল হক শাহিনের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোজাম্মেল হক শাহিনের সভাপতিত্বে আরও ছিলেন পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান, বাহাদুর, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আব্দুস সামাদ, উপজেলার ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মিনোয়ারা আক্তার।
আলোচনা সভা
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
'মাদককে না বলি-সুস্থ সুন্দর সমাজ গড়ি' সেস্নাগান প্রতিপাদ্যে নীলফামারীর সৈয়দপুরে বুধবার স্থানীয় 'গরিব চিকিৎসা সেবা' সংগঠনের আয়োজনে এক মাদকবিরোধীর্ যালি শহরে বের করা হয়েছে।র্ যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা সৈয়দপুরের বিশিষ্ট চিকিৎসক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০৪ আসনের এমপি' সিদ্দিকুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন আ'লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহীদ পরিবারের সন্তান মোহসিনুল হক মোহসিন।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে 'আমাদের সুসঙ্গ' সংগঠনের উদ্যোগে দুর্গাপুর উপজেলায় ২০২৪ সালে এসএসসিতে শ্রেষ্ঠ ফলাফল ও দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। এ উপলক্ষে সংগঠনের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এস এম কামরুল হাসান জনির সঞ্চালনায় সংগঠনের আহ্বায়ক অর্ধেন্দু শেখর রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক।
পুরস্কার বিতরণ
ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগঞ্জ পৌরশহরস্থ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে মঙ্গলবার সম্ভাবনার রামগঞ্জ গ্রম্নপ কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান বিএসসি। গ্রম্নপের এডমিন মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মো. আবুল হাসেম, দাস পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোরশেদুল আমিন বাবু, গ্রম্নপের মডারেটর রাসেল মিয়া, লোকমান হোসেন প্রমুখ।
চারা বিতরণ
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আমার উপজেলা, আমার বাড়ি, সবুজ সুন্দর পরিবেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বাঁশখালী উপজেলা সদর ও বৈলছড়ি গার্লস কলেজ মাঠে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ছিলেন ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইমনটি'র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, সমাজসেবক ওয়াহেদ হায়দার চৌধুরী, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ।
প্রথম সভা
ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বরুড়ায় উপজেলা পরিষদে নতুন চেয়ারম্যান হামিদ লতিফ ভূঁইয়া কামাল-এর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথি ছিলেন কুমিলস্না-৮ আসনের সংসদ সদস্য এ জেড এম শফিউদ্দিন শামীম। সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নু- এমং মারমা মং, পৌরসভার মেয়র মো. বকতার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মিনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মো. ফরহাদ হোসেন, পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান বাহাদুর, চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মাজহারুল ইসলাম মিঠু।
মিলন মেলা
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
অলিকুলের শিরোমনি ও উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক উরস আজ। বার্ষিক উরস উপলক্ষে দরগাহ কমিটি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার থেকেই লোকজন আসা শুরু করেছে। মাজার পরিচালনা ও উরস উদযাপন কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মাজারের যুগ্ম মোতাওয়ালিস্ন এস এম ফজলুল করিমের সভাপতিত্বে ও যুগ্ম মোতাওয়ালিস্ন এস এম জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এস এম আবু তাহের মিয়া, এস এম আয়ুব নুরী বাবুল, এস এম নেজামউদ্দিন মাসুদ, এস এম জহির উদ্দিন, এস এম নজরুল ইসলাম প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজীবাড়িতে ব্যাংকার্স ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদুল আজহার দিন দুপুরে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুলস্নাহ আল কাফি মজুমদারের নেতৃত্বে সোসাইটির নেতারা মনজুরুর রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সংগঠনের সমন্বয়ক এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী ছায়েদ মাহমুদ তারেক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসএভিপি কাজী মোহম্মদ ইলিয়াছ, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহম্মদ হোসেন।
পুনর্মিলনী অনুষ্ঠান
ম নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
'বন্ধু, কী খবর বল' দীর্ঘ বছর পর অর্থাৎ (এক যুগ) পরে বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই এভাবে কুশল বিনিময় শুরু হয়েছে। ২০১২ সালের এসএসসি ব্যাচসহ নতুন-পুরনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল শ্রীরামকাঠি ইউনিয়ন যুগল কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠ। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। এ সময় শিক্ষকদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডল। এছাড়াও ছিলেন সহকারী প্রধান শিক্ষক পবিত্র কুমার বেপারী, সিনিয়র শিক্ষিকা বেগম রোকেয়া, সহকারী শিক্ষক অমলেন্দু রায়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।
আনন্দ মিছিল
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিআইপি শরিফুল আলম হওয়ায় বাজিতপুর আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার বাজিতপুর পৌর বিএনপির সভাপতি মো. এহেসান কুফিয়া, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের নেতৃত্বে এ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছিলেন পৌর বিএনপির সভাপতি মো. এহেসান কুফিয়া, পৌর বিএনপির সদস্য সচিব জসিম মাহমুদ জসিম, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভূঁইয়া, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভীরুল হক খান সোহেল, যুব দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল হক ওয়াসিম ও কাউসার আহমেদ প্রমুখ।
নামাজ অনুষ্ঠিত
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
মাইজভান্ডার শরিফ শাহী ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। এতে গাউসুল আজম হজরত সৈয়দ আহমদ উলস্নাহ মাইজভান্ডারি (কঃ)-এর আওলাদে পাক ও হাজারো আশেক ভক্ত ও মুসলিস্নদের নিয়ে ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, ত্বরিকায়ে মাইজভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম হজরত সৈয়দ আহমদ উলস্নাহ মাইজভান্ডারি (কঃ)-এর প্র-প্রপৌত্র গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (মাঃ)।
উপবৃত্তি প্রদান
ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি ও সনদ প্রদান করেছে সরদার ওয়েলফেয়ার ট্রাস্ট। বুধবার উপজেলা পরিষদ হলরুমে হলুদঘর গ্রামের সরদার ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি হলুদঘর গ্রামের কৃতী সন্তান অবসরপ্রাপ্ত যুগ্ম সম্পাদক আব্দুল কাইউম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুলস্নাহ আনছারী, সমাজসেবক ইয়াচিন-উর-রহমান, নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজের প্রভাষক নাজমুছ সায়দাত বাবু প্রমুখ।
মাংস বিতরণ
ম স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট। বুধবার শহরের জেলা পরিষদ মিলনায়তনের সামনে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের ব্যবস্থাপনায় এ সময় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মো. আজিজুল ইসলাম আরও ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আলহাজ ফেরদৌস আহাম্মেদ, সাবেক যুবপ্রধান আদিল হোসেন তপু, ভোলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহাবুবুর রহমান মিলন।
বৃক্ষ রোপণ কর্মসূচি
ম পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাসব্যাপী লক্ষাধিক বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের সার্কিট হাউস এলাকায় বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। বৃক্ষ রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, বৃক্ষ রোপণ কর্মসূচির সমন্বয়ক নোমান মিঠু, জেলা যুবলীগ নেতা অপু সিকদার, স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালীবাসীর সভাপতি মাহমুদুল হাসান রায়হানসহ শহরের বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ।
মিলনমেলা অনুষ্ঠিত
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আটঘরিয়া উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে আটঘরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রী, অভিভাবক, আটঘরিয়া গুণীজন ও সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়েছে। বুধবার আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ বারডেম হাসপাতালের মেডিকেল বিভাগের সাবেক প্রফেসর ডা. খাজা নাজিম উদ্দিন, পুলিশের সাবেক আইজিপি মো. শফিকুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মালেকা খাইরুন্নেসা, আটঘরি উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মেলা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে 'ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েসন অব কালাই'-এ (ইউসাক) অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'ইউসাকে'র সভাপতি আব্দুলস্নাহ আল মোস্তাকিম নোমান। 'ইউসাকে'র সাধারণ সম্পাদক জিন্নাত আরা জেবিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খায়রল আলম।
সভা অনুষ্ঠিত
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের সঞ্চালনায় ওই সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়। মোলস্নাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলে মোট ১০ জন ভোটার রয়েছেন। এদের সবার উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভিন।
ফুটবল খেলা
ম নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
নানিয়ারচর বুড়িঘাটে কোরবানির ঈদ উপলক্ষে বুড়িঘাট স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বুড়িঘাট বাজার মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা জর্জ কোর্টের আইনজীবী অ?্যাডভোকেট মো. মামুন ভূঁইয়া। অন?্যদের মধ্যে ছিলেন মোস্তফা খান (মেম্বার), মো. মিজানুর রহমান (মেম্বার), মো. মহিদুল ইসলাম, মো. নুর জামাল, কালমিনি চাকমা, মহারাজ, তরিকুল ইসলাম, আবু জাফর।