শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

লাখাইয়ে লাখ টাকার গরুর চামড়া ১শ' টাকা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২০ জুন ২০২৪, ০০:০০
লাখাইয়ে লাখ টাকার গরুর চামড়া ১শ' টাকা

এবারের ঈদেও ঈদের দিন কোরবানি করা পশুর চামড়া নিয়ে দুর্ভোগে পড়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার কোরবানিদাতারা। ফলে কোরবানির শেষে দিনভর পশুর চামড়া নিয়ে চরম বিপাকে পড়তে হয়েছে তাদের।

বাজারে চামড়ার কোনো দাম নেই, সংরক্ষণে খরচ বেশি এমন খোঁড়া অজুহাতে স্থানীয় সিন্ডিকেটের কারণে এমনটা হয়েছে বলে যানা গেছে।

সরেজমিন যানা যায় উপজেলা জুড়ে লক্ষাধিক টাকায় ক্রয় কৃত পশুর চামড়া সর্বোচ্চ বিক্রি হয়েছে ১শ থেকে দেড় দুশ টাকায়।

কোরবানিদাতারা শেষমেশ পচে নষ্ট হওয়ার ভয়ে কোনো ধরনের প্রতিবাদ না করে মুখ বুজে সহ্য করেছেন- এমন অনিয়ম।

জানা যায়, বিগত বছরগুলোয় পশুর চামড়া নেওয়ার জন্য স্থানীয় মৌসুমি ব্যবসায়ীদের উলেস্নখযোগ্য আনাগোনা থাকলেও এবারের চিত্র ছিল ভিন্ন। সারাদিনে একজন কোরবানিদাতার বাড়িতে একজন চামড়ার খরিদদার দাম হাঁকিয়ে এলেও দ্বিতীয়বার আর কেউ যায়নি।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বেশকজন কোরবানিদাতা জানান, ঈদকে কেন্দ্র করে অসহায়রা চামড়া বিক্রির টাকা পেত। এবারে অসহায় দুস্থ পরিবারগুলোও আশায় ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে